শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

বিধবাদের চিকিৎসার দায়িত্বে সমাজসেবা

নালিতাবাড়ী প্রতিনিধি

‘টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা, কেউ খাচ্ছেন ভিক্ষা করে’ শীর্ষক সংবাদের ভিত্তিতে গতকাল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে সমাজসেবা অধিদফতর। আগের দিন বাংলাদেশ প্রতিদিনে সংবাদটি প্রকাশ হয়েছিল। শেরপুর সমাজসেবা অধিদফতর সূত্রে জানা গেছে, ২৯ মার্চ বাংলাদেশ প্রতিদিনের শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরটি সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকের নজরে আসে। পরে তিনি শেরপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালককে টেলিফোনে প্রয়োজনীয় নির্দেশ দেন। শেরপুরের উপপরিচালক এ আর এম ওয়াহিদুজ্জামান নির্দেশ পেয়ে ওইদিন বিকালেই সোহাগপুর পরিদর্শন করেন। তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ দিয়ে  বিধবাদের চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চিকিৎসার অভাবে আর কোনো বিধবা কষ্ট করবে না। তাদের চিকিৎসা সেবার বিষয়টি এখন থেকে সমাজসেবা অধিদফতর দেখবে। খুব দ্রুত ৩০ জন বিধবাকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেওয়া হবে। এ সময় তিনি ওই বিধবাদের বাড়ি বাড়ি গিয়ে উপহার হিসেবে আঙুর, আপেল, কমলা, চিনি, দুধ, পাউরুটি, মুড়ি ও পানি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক এ টি এম আমিনুল ইসলাম, কর্মকর্তা বেলাল হোসেন, ফেরদৌস আহাম্মদ ও বাংলাদেশ প্রতিদিনের নালিতাবাড়ী প্রতিনিধি সাইফুল ইসলাম।

সর্বশেষ খবর