শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার গেন্ডারিয়ায় জাকির হোসেন (৩৫) নামে এক কাঁসা-পিতল ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে স্বামীবাগের ১৯/২-এ নম্বর বাড়ির সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান জানান, মুখোশ ও মাথায় ক্যাপ পরা চার যুবক এ ঘটনা ঘটিয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য জাকিরের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের বাবা এনায়েদুল হক জানান, জাকির স্ত্রী-মেয়েসহ সপরিবারে স্বামীবাগের ওই বাড়ির তৃতীয় তলায় থাকতেন। বাসার কাছেই ‘জাকির এন্টারপ্রাইজ’ নামে তার কাঁসা-পিতলের দোকান ছিল। দুপুর ১২টার দিকে দোকানের সামনে মুখোশধারী চার-পাঁচ জন যুবক জাকিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এর মধ্যে দুটি গুলি জাকিরের মাথায় ও বুকে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই আলী হোসেন জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারীরা জাকিরকে গুলি করে। তারা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। জাকিরের স্ত্রীর নাম হৃদয় বেগম। ওই দম্পতির মুসকান নামে এক কন্যাসন্তান রয়েছে। তাদের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলুদিয়া গ্রামে। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, জাকির দোকানের সামনে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় মুখোশধারী চারজন তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। ভয়ে তিনি স্বামীবাগের বাসার দিকে দৌড় দেন। বাসার সামনে যেতেই আরও দুই রাউন্ড গুলি ছুড়লে তার মাথায় ও বুকে বিদ্ধ হয়। পরে ঢামেক হাসপাতালে জাকির মারা যান। তিনি জানান, এ ঘটনার পর নিহতের স্বজনসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক, রাজনৈতিক বা স্থানীয় প্রভাবকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

সর্বশেষ খবর