শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা
সুনামগঞ্জ-২ উপনির্বাচন

সুরঞ্জিতের আসনে জয়ী জয়া

সুনামগঞ্জ প্রতিনিধি

সুরঞ্জিতের আসনে জয়ী জয়া

সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন প্রয়াত পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের পত্নী আওয়ামী লীগ মনোনীত জয়া সেনগুপ্তা।  ১১০টি কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীক নিয়ে জয়া পেয়েছেন ৯৬ হাজার ২০৪ ভোট। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কুয়েত প্রবাসী স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন রেজু সিংহ প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ১৭০ ভোট। এদিকে সন্ধ্যা ৬টায় দিরাই উপজেলা সদরে নিজ নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন রেজু নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন। তিনি বলেন, নির্বাচনে বেশির ভাগ কেন্দ্রে জাল ভোট পড়লেও এ ব্যাপারে প্রশাসন ছিল নীরব। তবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক স্বতন্ত্র প্রার্থী রেজুর অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে  ভোট গ্রহণ শুরু হয়।  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই উপজেলার ১১০টি কেন্দ্রে টানা ভোট গ্রহণ চলে। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পানসুরঞ্জিতের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা। হাওর অধ্যুষিত দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ১১৩ জন।

সর্বশেষ খবর