শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এমপি রানার জামিন হয়নি

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিনের বিষয়ে জারি করা রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়েছে। শুনানি শেষে গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রানার পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ২৭ মার্চ রুলের শুনানি শেষে রায়ের দিন ধার্য হয়। এই মামলায় এমপি রানাকে কেন জামিন দেওয়া হবে না— তা জানতে চেয়ে ১৮ জানুয়ারি রুল জারি করে হাই কোর্ট। গত বছরের ২৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে রানার জামিনের আবেদন নাকচ হয়। এর বিরুদ্ধে তিনি হাই কোর্টে আসেন। ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ স্থানীয় কলেজপাড়ার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফারুকের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। ওই মামলায় পরে এমপি রানাকে আসামি করা হয়। গত বছরের ১৮ সেপ্টেম্বর তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর