শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ঢাকা মাতালেন শ্রেয়া ঘোষাল

আলী আফতাব

ঢাকা মাতালেন শ্রেয়া ঘোষাল

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী হলে গত রাতে সংগীত পরিবেশন করেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল —জয়ীতা রায়

চৈত্রের শেষ বিকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী হলটা সেজেছিল একটু অন্য সাজে। দেখেই মনে হচ্ছিল কোনো বিশেষ অতিথিকে বরণ করতে প্রস্তুত সবাই। হ্যাঁ, এ আয়োজন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের জন্য। বিকাল থেকেই দর্শক সমাগম হতে থাকে অনুষ্ঠান প্রাঙ্গণে। হলভর্তি দর্শকদের পলকহীন চোখ ছিল মঞ্চে। মঞ্চে থিতু হওয়ার আগেই বললেন, ‘কেমন আছ ঢাকা? আমি আবারও এসেছি তোমাদের গান শুনাতে ও মজা করতে। যতবার ঢাকা এসেছি অনেক ভালোবাসা নিয়ে ফিরেছি। আবারও এসেছি তোমাদের ভালোবাসা দিতে ও নিতে’। উপহার হিসেবে পেলেন  দর্শকের করতালি। এভাবেই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয় ‘শ্রেয়া ঘোষাল নাইট লাইভ ইন ঢাকা’। শ্রেয়া গান গাওয়ার আগে মঞ্চ মাতিয়ে রাখেন বাংলাদেশি তিন কণ্ঠশিল্পী মিফতাহ জামান, আনিকা ও পিন্টু ঘোষ। তাদের গানের রেশ কাটতে না কাটতেই মঞ্চে আসেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী কিঞ্জল চট্টোপাধ্যায়। ভারতীয় সিনেমার কিছু জনপ্রিয় গান তিনি পরিবেশন করেন। কিঞ্জলের গান শেষে আমব্রিনের উপস্থাপনার মধ্য দিয়ে ‘দেবদাস’ ছবির একটি গান কণ্ঠে নিয়ে মঞ্চে আসেন শ্রেয়া ঘোষাল। তিনি গেয়ে যান একের পর এক হিন্দি ও বাংলা জনপ্রিয় গান। বাঙালি মেয়ে শ্রেয়া। কথার ফাঁকে চলে বাংলায় ভাব আদান-প্রদান। মজাও করলেন, কোথায় একটু একটু করে তালি হচ্ছে বলুন তো। কেউ ঠোঁটে শব্দও করছে। আমি মনে করি, এখানের সবাই গান করবে। দেখি কে কে? শ্রেয়ার কথায় সঙ্গে সঙ্গে জানান দেন দর্শকরা। এরপর গেয়ে ওঠেন  ‘বাহারা’, যাব উই মেট ছবির ‘এ ইশক হ্যায়’, রাম লীলা ছবির ‘ঢোল বাজে’, ‘আগার তু মিল যা’, ‘প্রিয়ারে, ওরে প্রিয়া’। একটু পর আবার শ্রেয়ার বাক্য নিক্ষেপ। আমি মনে করি, এখানে যারা বসে আছেন সবাই গানপ্রেমী। তাদের জন্য আমার এ গান... ‘জাদু এ নেশা হ্যান’। গান শেষে উৎসাহ দিয়ে বললেন, ‘কারও তো তাড়া নেই, মাত্র শুরু’। এরপর গাইতে থাকেন, ‘ম্যায় তেরি’, ‘সাচি সাচি তেরে’, ‘মনওয়া লাগে’, বারফি ছবির ‘একটিসি হাসি একটিসি খুশি’। শ্রেয়ার সঙ্গে বেশ কিছু দ্বৈত গানে কণ্ঠ দেন কিঞ্জল চট্টোপাধ্যায়। এমনি করেই সুরের মায়াজালে বেষ্টিত করে অনুষ্ঠান শেষ করেন শ্রেয়া ঘোষাল। ভারতের জিটিভির ‘সা রে গা মা পা’ সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে গানের জগতে আসেন তিনি। ২০০২ সালে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ ছবিতে প্লে-ব্যাকের মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক ঘটে তার। এ চলচ্চিত্রে প্লে-ব্যাকের মধ্য দিয়ে বলিউডে নিজের অবস্থান করে নেন তিনি। এরই মধ্যে সেরা নারী সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, আর ডি বর্মণ পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন শ্রেয়া। তিন শতাধিক চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন শ্রেয়া ঘোষাল। গান গেয়েছেন বাংলা, নেপালি, তেলেগু, তামিল, ভোজপুরি, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি, গুজরাটি, মালয়ালম, ওড়ে ও অহমিয়া ভাষায়। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন গুণী এই শিল্পী।

সর্বশেষ খবর