রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কুমিল্লার ‘অপারেশন স্ট্রাইক আউট’ সমাপ্ত ১১টি বোমা নিষ্ক্রিয়

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর কোটবাড়ী সংলগ্ন দক্ষিণ বাগমারায় জঙ্গি আস্তানায় পরিচালিত অভিযান ‘অপারেশন স্ট্রাইক আউট’ সমাপ্ত ঘোষণা করেছে পুলিশ। একই সঙ্গে গতকাল সন্ধ্যা ৬টার পর  ১৪৪ ধারাও তুলে নেওয়া হয়েছে। এর আগে বোমা নিষ্ক্রিয়কারীরা উদ্ধারকৃত ১১টি বোমা নিষ্ক্রিয় করেছে। গতকাল সন্ধ্যায় কুমিল্লা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি সাখাওয়াত হোসেন এ কথা জানান। তিনি বলেন, নাশকতা ঘটানোর জন্য ওই বাড়িতে বোমা রাখা হয়। পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। তবে তার আগেই সেখানে অবস্থান নেওয়া দুই জঙ্গি রনি ও আনাস পালিয়ে যায়। তাদের ভাড়া নেওয়া কক্ষের ভিতর একটি লাগেজে (ট্রলি) বোমা পাওয়া যায়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। পালিয়ে যাওয়া দুই জঙ্গির ছবি আমাদের কাছে রয়েছে। তাদের গ্রেফতারের ব্যাপারে পুলিশি জোর তত্পরতা চলছে। তিনি আরও জানান, উদ্ধার করা বোমাগুলোর মধ্যে ১০ কেজি ওজনের ৩টি শক্তিশালী বোমা, ৬টি হ্যান্ড গ্রেনেড, ৩টি সুইসাইডাল ভেস্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে কুমিল্লার জঙ্গি আস্তানায় অভিযান শুক্রবার বিকালে স্থগিত করা হয়েছিল।

 অভিযানে ওই বাড়িতে কোনো জঙ্গি পাওয়া যায়নি। তবে দুই জঙ্গির ব্যবহৃত কক্ষে পাওয়া দুটি ৫ কেজি ওজনের বোমা, ৪টি গ্রেনেড এবং ২টি সুইসাইডাল ভেস্ট পাওয়া গিয়েছিল।

সর্বশেষ খবর