রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রাজশাহীতেই দাফন করা হলো মডেল রাউধাকে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতেই দাফন করা হলো মডেল রাউধাকে

রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে পড়তে এসে আত্মহত্যা করা মালদ্বীপের মডেল রাউধা আতিফকে (২০) রাজশাহীতেই সমাহিত করা হয়েছে। গতকাল সকালে তার পরিবারের সদস্যরা পুলিশকে তাদের এ সিদ্ধান্তের কথা জানান। দুপুরে তাকে নগরীর হেতেম খা কবরস্থানে দাফন করা হয়। শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, পরিবারের সদস্যরা রাজশাহীতেই তাকে দাফনের ব্যাপারে মতামত দেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লাশ দাফন করার উদ্যোগ নেওয়া হয়। ওসি জানান, মালদ্বীপের রাষ্ট্রদূতের উপস্থিতিতে রাউধার পরিবারের সদস্যরা এ সিদ্ধান্তের কথা জানান। উঠতি মডেল হিসেবে রাউধার ছিল আন্তর্জাতিক খ্যাতি। রাউধার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। এরপর ওই দিনই নগরীর শাহ মখদুম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজশাহী আসেন মালদ্বীপের রাষ্ট্রদূত আইশাদ শান শাকির ও কমনওয়েলথের সেকেন্ড সেক্রেটারি ইসমাইল মুফিদসহ একটি প্রতিনিধি দল। পরে আসেন রাউধা আতিফের মা-বাবা ও ভাই। এরপর শুক্রবার সকালে তারা রামেক হাসপাতালের হিমঘরে রাখা রাউধার লাশ দেখতে যান। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন। এরপর তারা লাশের ময়না তদন্তের সিদ্ধান্ত নেন। এদিন দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে তার লাশের ময়না তদন্ত করা হয়। শেষে টিমের প্রধান ডা. মনসুর রহমান জানিয়েছিলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ভিসেরা পরীক্ষা করা হচ্ছে। দু-একদিনের মধ্যে প্রতিবেদন পুলিশকে  দেওয়া হবে।

তখন মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এর আগে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ খবর