সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আইপিইউ মেলায় বাংলার ঐতিহ্য

নিজস্ব প্রতিবেদক

আইপিইউ মেলায় বাংলার ঐতিহ্য

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) পাশে ১৩৬তম আইপিইউ সম্মেলন উপলক্ষে বাংলাদেশ আয়োজন করেছে এক বিশেষ বাণিজ্য মেলার। এ বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এখান থেকে শুধু সম্মেলনে আসা বিদেশি অতিথিরাই বিশেষ ছাড়ে পণ্য কিনতে পারবেন। গতকাল অধিবেশনের অবসরে বিদেশিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই আইপিইউ মেলা। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালনায় এ মেলায় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, নৃতাত্ত্বিক নিদর্শন, সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশে উৎপাদিত রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের সমাহার ঘটেছে। এর মধ্যে রয়েছে ওষুধ শিল্প, চামড়াজাত শিল্প, তৈরি পোশাক শিল্প, প্লাস্টিক শিল্প, অলংকার সামগ্রী, পর্যটন, চা, তাঁত, টেরাকোটা, মৃিশল্প, মিষ্টি ও অন্যান্য খাদ্য সামগ্রী, দেশীয় কুটির শিল্প, ঢাকার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, বইসহ বিভিন্ন ধরনের পণ্য। প্রথম দিনেই মেলায় প্রচুর দর্শক ও ক্রেতা সমাগম লক্ষ্য করা যায়। মেলায় বস্ত্র তৈরির নানা কৌশল প্রদর্শিত হচ্ছে বনানী টেক্সটাইলের স্টলে। যেখানে বালা শর্মা নামে এক উপজাতি নারী বুনছেন পিনন নামে চাকমাদের ব্যবহার্য (লুঙ্গির মতো) পোশাক। তাকে ঘিরে বিদেশিদের ভিড় দেখা গেছে এই স্টলে। মেলায় বস্ত্র তৈরির নানা কৌশল প্রদর্শিত হচ্ছে খাদি লুম স্টলে। মেলায় নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টের কল্পনা সুতা ও কাপড় তৈরি করে বিক্রি করছেন। তিনি বলেন, ডেনমার্কের এক এমপি এভাবে কাপড় বোনা দেখে আবেগে কেঁদে দেন। ওই নারীর গ্র্যান্ডমাদার (দাদি) নাকি আগে এভাবে কাপড় বানাতেন। তিনি এমপি হলেও এখনো অনেকে এ কাজের সঙ্গে জড়িত। পরে তিনি একটি উত্তরীয় কেনেন। সরেজমিন দেখা যায়, হাঙ্গেরির এমপি ক্যাটারিন মেলা থেকে বেশ কয়েকটি পণ্য কিনেছেন। বিশেষ করে পাটপণ্যগুলো তাকে বেশি আকর্ষণ করেছে বলে তিনি জানান। বনানী টেক্সটাইল নামের স্টলটির স্বত্বাধিকারী বাবলা বলেন, থ্রি-পিস, শার্ট-পাঞ্জাবি, ফতোয়া, স্কার্প, মেয়েদের পার্টসসহ উপ-জাতীয় পোশাকের সমাহার রয়েছে তার স্টলে। রাঙামাটি ও কক্সবাজারে দোকান রয়েছে তার। মেলায় বেচাবিক্রি খুব ভালো। জানা যায়, এ মেলা ৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। ১ লাখ ৮০ হাজার স্কয়ার ফুট জায়গাজুড়ে মেলার ভিতরে বিভিন্ন পণ্যের পাশাপাশি খাবারের দোকানও রয়েছে। যেখানে অতিথিরা চা-নাস্তাও সেরে ফেলছেন। ১৩৬তম আইপিইউ সম্মেলনে আগত ডেলিগেট, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম কর্মীগণ মেলা পরিদর্শন করতে পারবেন। মেলায় মানি চেঞ্জিংয়ের ব্যবস্থাসহ ব্যাংকিংয়ের সুবিধা রয়েছে। মেলার আয়োজক ক্রিয়েটো ইভেন্ট ম্যানেজমেন্টের রাকিবুল হাসান বলেন, মেলায় ছোট-বড় ৫৬টি স্টল রয়েছে। অসুস্থ হলে রয়েছে ডাক্তারের ব্যবস্থাও। এ ছাড়া বিক্রিও ভালো হচ্ছে। এখানে সাধারণ দর্শনার্থী প্রবেশ না থাকলেও বিদেশিরা অনেক কেনাকাটা করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর