সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
আওয়ামী লীগ-বিএনপির চলমান রাজনীতি

কুমিল্লা নিয়ে বৈঠকে ক্ষোভ কাদের বললেন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নিয়ে বৈঠকে ক্ষোভ কাদের বললেন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনসহ উপজেলা ও পেশাজীবী সংগঠনে দলের লোকজনের বিরোধিতার কারণে আওয়ামী লীগ প্রার্থীরা পরাজিত হন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ফলাফলে কী প্রভাব ফেলেছে এ নিয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর  বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন তাদের বিষয়ে কেন্দ্রীয় কাযনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিভিন্ন সময় শৃঙ্খলা ভঙ্গকারীদের নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। দলীয় শৃঙ্খলাভঙ্গের বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ বেশির ভাগ সিদ্ধান্ত দলের কার্যনির্বাহী কমিটিতে গ্রহণ করা হয়। আগামী ১২ এপ্রিল কার্যনির্বাহী কমিটির সভায় দলের অভ্যন্তরীণ দুর্বলতার বিষয়বস্তু তুলে ধরা হবে। দলীয় প্রধান শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করবেন।’ তিনি বলেন, বৈঠকে দলের শৃঙ্খলা বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। সুনামগঞ্জ ও কুমিল্লা নির্বাচন এবং ভবিষ্যতে আরও কিছু নির্বাচন রয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক সূত্র জানায়, কুসিকে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের কার্যনির্বাহী সংসদে সম্পাদকমণ্ডলী সুপারিশ করবে। আর গতকালের বৈঠকের সিদ্ধান্ত সভানেত্রী শেখ হাসিনাকে অবহিত করবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সূত্র জানায়, সম্পাদকমণ্ডলীর বৈঠকে কুসিক নির্বাচনে কুমিল্লার দুই আওয়ামী লীগ নেতার ভূমিকার তীব্র সমালোচনা করা হয়। চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ওই নির্বাচনে কাজ করার সময় তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। তারা বলেন, একজন নেতা প্রকাশ্যেই বিরোধিতা করেছেন। এমনকি কেন্দ্রীয় অনেক নেতাকে কাজ করতে কৌশলগত বাধাও দিয়েছেন। আরেকজন কেন্দ্রীয় নেতাদের তার আসনের নয়টি ওয়ার্ডে জেতার বিষয়ে বারবার নিশ্চয়তা দিয়েছেন। তার ছোটভাই কেন্দ্রীয় নেতাদের ওই নয়টি ওয়ার্ডে যেতে হবে না বলে আশ্বস্ত করেছেন। সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে বের হয়ে গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাংস্কৃতিক কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে। বৈঠকে আগামী ১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস উদযাপন কমিটি গঠন করা হয়েছে। দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে কমিটির প্রধান করা হয়েছে। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর এ বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আবদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুর নাহার চাঁপা, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সৈয়দ আশরাফের স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি : ওবায়দুল কাদের জানান, দলের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের অসুস্থ স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যুক্তরাজ্য থেকে জার্মানির একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে লন্ডন থেকে জার্মানিতে নেওয়া হয়েছে। আমরা সম্পাদকমণ্ডলীর সভায় তার সুস্থতা কামনা করেছি।’

স্ত্রীর অসুস্থতার সংবাদ পেয়ে বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আশরাফ লন্ডনে যান। সৈয়দ আশরাফের স্ত্রী শিলা ইসলাম বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন।

সর্বশেষ খবর