সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

গুরুত্ব পাচ্ছে ইয়াবা পাচার রোধ উৎপাদন ও নেটওয়ার্ক ধ্বংস

বিজিবি-এমপিএফ সীমান্ত সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক

ইয়াবা পাচার রোধ, উৎপাদনের উৎস ও নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) মধ্যে সীমান্ত সম্মেলন ঢাকায় শুরু হয়েছে। গতকাল সকালে পিলখানার বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে তা শুরু হয়। এতে এমপিএফের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো শোয়ে উইনের নেতৃত্বে ৬ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দল এবং বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মো. আনিছুর রহমানের নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। গতকাল বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবির পক্ষ থেকে আলোচনায় গুরুত্ব পাবে মিয়ানমার নাগরিক কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ, অবৈধ মাদক/ নেশাজাতীয় দ্রব্য বিশেষ করে ইয়াবা পাচার রোধ ও ইয়াবা উৎপাদনের উৎস ও নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিজিপি কর্তৃক বাংলাদেশি জেলেদের আটক, বিওপি/ কোম্পানি/ ব্যাটালিয়ন/ সেক্টর পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠক ও সমন্বিত টহলের আয়োজন এবং উভয় বাহিনীর মধ্যে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ বিনিময়সহ আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ। এদিকে এমপিএফের পক্ষ থেকে আলোচনায় গুরুত্ব পাচ্ছে সীমান্ত অপরাধ/অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ, আটককৃত বাংলাদেশি নাগরিক বিশেষ করে জেলে ও মাছ ধরা নৌকা সম্পর্কিত তথ্য বিনিময়, মাদক পাচার প্রতিরোধ ইত্যাদি। এবারের সীমান্ত সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরও বৃদ্ধির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা অধিকতর জোরদার করা। আলোচনা শেষে মিয়ানমার প্রতিনিধি দল বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। ৬ এপ্রিল সম্মেলনের যৌথ দলিল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং মিয়ানমার প্রতিনিধি দল ওই দিনই রাতে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বলে জানা গেছে।

সর্বশেষ খবর