সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ফের অজুহাত দেখাচ্ছেন ট্যানারি ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরাতে আবারও অজুহাত তুলেছেন ব্যবসায়ীরা। তাদের এবারের  অজুহাত—কারখানার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, আমাদের দাবি মেনে নিলে আমরা আগামী ৬ এপ্রিল কর্তৃপক্ষ বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি মেনে নেব, অন্যথায় মেনে নেব না। একই সঙ্গে বিসিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। ব্যবসায়ীরা বলছেন, আদালতের কাছে বাংলাদেশ ক্ষুদ্র ও  কুটির শিল্প করপোরেশন (বিসিক) সঠিক তথ্য না দিয়ে ট্যানারি মালিকদের ব্ল্যাকমেইল করেছে। গতকাল রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্যানারি শিল্প মালিকরা। ‘বিপন্ন চামড়া খাতের অস্তিত্ব রক্ষার দাবিতে করণীয়’ শীর্ষক এ সংবাদ সম্মেলন যৌথভাবে আয়োজন করে ট্যানারি খাতের ১৫টি সংগঠন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, আদালতে বিসিক চামড়া শিল্প ট্যানারি নিয়ে অসত্য তথ্য দিয়েছে। ফলে তৈরি হয়েছে জটিলতা। এ মুহূর্তে হাজারীবাগের কারখানাসমূহে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে ১ হাজার ১০০ কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল হবে। এই পরিস্থিতি চলমান থাকলে সম্ভাবনাময় চামড়া শিল্প ঐতিহ্যবাহী পাট শিল্পের মতোই ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হবে। লাখ লাখ মানুষ বেকার হবে। পরিস্থিতি অশান্ত হয়ে উঠবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর