মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রাশিয়ায় পাতাল রেলস্টেশনে বিস্ফোরণ, নিহত ১১

প্রতিদিন ডেস্ক

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের পাতাল রেল স্টেশনে গতকাল এক বিস্ফোরণে কমপক্ষে ১১ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০ জন। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের একথা জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এক ফেসবুক পোস্টে একে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন। গতকাল মধ্যরাতে সর্বশেষ খবর পর্যন্ত হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক অনুষ্ঠানে যোগ দিতে শহরটিতে ছিলেন। তবে বিস্ফোরণের কিছু সময় পূর্বে তিনি অনুষ্ঠানে যোগদান শেষে শহরটি ছেড়ে চলে গিয়েছিলেন। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সেইসঙ্গে ঘটনার তদন্তের জন্য ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবিকে নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়ার সন্ত্রাসবিরোধী কমিটির একজন মুখপাত্র জানান, পাতাল রেলের একটি ট্রেনের বগিতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে বগির দরজা-জানালা ভেঙে উড়ে গেছে। সেইসঙ্গে হতাহতের ঘটনা ঘটে। অজ্ঞাত বিস্ফোরক দ্রব্যের কারণে এ বিস্ফোরণ হয়। রেভল্যুশনারি স্কয়ার নামে আরেকটি পাতাল স্টেশনেও একটি বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। পরে অবশ্য সেটিকে নিষ্ক্রিয় করা হয় বলে এক বিবৃতিতে জানায় প্রতিষ্ঠানটি। বিস্ফোরণের এ ঘটনায় শহরটির পুরো পাতাল রেল সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে। বোমা বিশেষজ্ঞরা বিস্ফোরণের প্রকৃত কারণ জানার চেষ্টা করছে বলেও রাষ্ট্রনিয়ন্ত্রিত চ্যানেল ‘রাশিয়া ২৪’কে ওই মুখপাত্র জানান। ঘটনাস্থলের ছবিতে ট্রেনের বাইরে একটি প্ল্যাটফরমজুড়ে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। রক্তমাখা ও ব্যান্ডেজ পরা লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় উদ্ধারকারীরা। বিবিসি লিখেছে, ফেসবুক ও টুইটারে আসা ছবিতে দেখা যায়, সেনাইয়া  স্টেশনে দাঁড়ানো একটি ট্রেনের এক বগির দরজা বিস্ফোরণে উড়ে গেছে। ইন্টারফ্যাক্স জানায়, একটি স্টেশনে বিস্ফোরণের পর শার্পনেলও ছড়িয়ে পড়ে। এ ঘটনার পেছনে কারা থাকতে পারে সে বিষয়ে সম্ভাব্য সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গ হচ্ছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। বিস্ফোরণের পরপরই শহরটির বাকি সাতটি মেট্রো স্টেশন সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এদিকে, প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন যে পুতিন একটি অনুষ্ঠানে যোগ দিতে পিটার্সবার্গেই অবস্থান করছিলেন। তিনি শহরটি ছেড়ে চলে যাওয়ার পরপরই বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর মধ্যে তিনি নিকটবর্তী স্ট্রেলনা শহরে পৌঁছে যান। সিএনএন

সর্বশেষ খবর