মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
কৃষি সংবাদ

লিচুর মুকুল থেকে মধু সংগ্রহ

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

লিচুর মুকুল থেকে মধু সংগ্রহ

দিনাজপুরের সুস্বাদু, মিষ্টি ও লোভনীয় লিচুর জুড়ি নেই। আর এ লিচু বাগানের মুকুল থেকে মধু আহরণ করছেন মৌ-চাষিরা।

লিচু বাগানে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণ করে তাক লাগিয়ে দিয়েছেন টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে আসা মো. রাশেদুল ইসলাম বাবলু, নজরুল ইসলামসহ  সাতজন মৌ-চাষি। একদিকে মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন, অন্যদিকে মৌমাছির মাধ্যমে মুকুলে মুকুলে পরাগায়ন ঘটায় লিচু চাষিরা বাম্পার ফলনের আশা করছেন। ফলে বাগানে মৌ-চাষ করে চাষি এবং মালিকরা বেশ খুশি। দিনাজপুরের চিরিরবন্দরে পুন্ড্র ও ভিয়াইল ইউপির লিচু বাগানগুলোতে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণ করছেন মৌ-চাষিরা। ওই দুই ইউপিতে ব্যবসায়ী আলহাজ ফেরাজ উদ্দিন ও ওয়াদুদ রহমানের ১৫টি লিচু বাগানে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে আসা মো. রাশেদুল ইসলাম বাবলু ও নজরুল ইসলামসহ সাতজন মৌ-চাষি ১০০ থেকে ১৫০টি করে ছোট-বড় বিভিন্ন আকৃতির মৌমাছির বাক্স বসিয়ে বৈজ্ঞানিক উপায়ে মৌ-চাষ করে মধু সংগ্রহ করছেন। মৌ-চাষি রাশেদুল ইসলাম জানান, বৈজ্ঞানিক উপায়ে উদ্ভাবিত মৌ-চাষ পদ্ধতি ব্যবহার করছেন তারা। ওই বাগানে তারা শতাধিকের বেশি ব্রড ও নিউক্লিয়াস নামের ছোট-বড় কাঠের বাক্স স্থাপন করেছেন। প্রতিটি বাক্সে একটি রানী মৌমাছি, একটি পুরুষ মৌমাছি ও অসংখ্য এপিচ মেইলিফ্রা জাতের কর্মী মৌমাছি রয়েছে। কর্মী মৌমাছিরা মৌ মৌ গন্ধে ঝাঁকে ঝাঁকে ছুটে যায় লিচুর মুকুলে। পরে মুকুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছির দল নিজ নিজ কলোনিতে মৌচাকে এনে জমা করছে। ১০-১৫ দিন অন্তর অন্তর প্রতিটি বাক্স থেকে চাষিরা ৫-৬ কেজি মধু সংগ্রহ করছেন। যে লিচু গাছে মৌমাছির আগমন বেশি হয় সে গাছের মুকুলে পরাগায়ন ভালো হয়। ফলে ওই গাছে বা বাগানে লিচুর যেমন বাম্পার ফলনের সম্ভাবনা থাকে, তেমনি মৌ-চাষিরা বেশি মধু সংগ্রহ করে বাণিজ্যিকভাবে লাভবান হন। উপজেলার বিভিন্ন বাগান থেকে মৌ-চাষিরা প্রতিদিন ৪ থেকে ৫ মণ মধু সংগ্রহ করে বাজারজাত করছেন।

উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান জানান, চলতি বছর প্রতিটি লিচু বাগানে ভালো মুকুল এসেছে। আর এ কারণে প্রচুর মৌমাছির আগমন দেখা দিয়েছে। লিচু গাছ থেকে মৌমাছি মধু আহরণের ফলে গাছে গাছে বেশি করে পরাগায়ন হয় এবং শতকরা ২০-৩০ ভাগ বেশি ফলন হয়। এতে কৃষক ও মৌ-চাষি উভয়ই লাভবান হন।

প্রসঙ্গত, চলতি বছর চিরিরবন্দর উপজেলায় ৫১০ হেক্টর জমিতে লিচুর চাষ করা হয়েছে।

সর্বশেষ খবর