বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
কিশোরীর ২৬ টুকরা লাশ

পলাতক আসামির মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক

রাজধানীর হাতিরপুলের নাহার প্লাজায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ২৬ টুকরা করার দায়ে পলাতক এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ওই আসামি সাইদুজ্জামান বাচ্চুর (৩২) গ্রামের বাড়ি ফরিদপুরে। আসামি বাচ্চু হাতিরপুলের নাহার প্লাজা ভবনের ১৩ তলায় সোনালি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান চালাতেন। আসামি ২০১৬ সালের ২৬ অক্টোবর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে পলাতক। রায় ঘোষণার পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এ মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করে। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১ জুন হাতিরপুলের নাহার প্লাজার ১৩ তলায় ১৩০৮ নম্বর কক্ষে ওই ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। সোনালি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক সাইদুজ্জামান বাচ্চু তার নিজ কক্ষে ওই কিশোরীকে ডেকে আনেন। পরে নিজের কক্ষেই তাকে ধর্ষণ করে হত্যা করেন। পরে দা দিয়ে ওই কিশোরীর মাথা ও দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে বাথরুমের কমোডে এবং জানালা দিয়ে পাশের গলি, নাহার প্লাজার পাশের বাসার ছাদে ফেলে দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর