শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বর্ণাঢ্য আয়োজনে আইসিসিবির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনে আইসিসিবির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

আইসিসিবি প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগীত পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ —বাংলাদেশ প্রতিদিন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আইসিসিবি নাইট পালিত হয়েছে। আইসিসিবির গুল্নক্শা হলে বসুন্ধরা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সাফিয়াত সোবহান আইসিসিবির কর্মকর্তাদের সঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিসিবির হেড অব অপারেশনস এম এম জসিম উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা আবু তৈয়ব প্রমুখ।

অনুষ্ঠানে সাফিয়াত সোবহান বলেন, ‘আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন এবং ভবিষ্যতে থাকবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের সবার সহযোগিতায় আমরা আরও ভালো করতে চাই।’

এম এম জসিম উদ্দিন বলেন, ‘বর্তমানে দেশের সবচেয়ে বড় মিলনস্থলে পরিণত হয়েছে আইসিসিবি। ২৯৭ জনের বিশাল এক পরিবার আমাদের। গত দুই বছরে দেড় কোটি মানুষের এখানে আগমন ঘটেছে। এত বেশিসংখ্যক মানুষের আগমন এর আগে কোনো সিঙ্গেল পয়েন্টে হয়নি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আইসিসিবির পশ্চিম জোনে তিন লাখ স্কয়ার ফিট আয়তনের ফেয়ার’স জোন তৈরি করছি। এর মধ্যে দেড় হাজার স্কয়ার ফিট শুধু পার্কিং এলাকা হিসেবে ব্যবহৃত হবে। আমরা চাই আইসিসিবি দেশের সব মানুষের প্রাণের মিলনস্থল হয়ে উঠুক।’

ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপ যে প্রতিষ্ঠানই শুরু করে তা দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়। গত দুই বছরে আইসিসিবিও প্রথম হয়ে তা দেখিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে আছে ইকেবানা, সিগমা স্কেচিং, শাহজাহান ওয়েডিং প্ল্যানার লিমিটেড, ইন্টিগ্রেটেড মার্কেট সার্ভিসিং লিমিটেড, এশিয়াটিক এক্সপেনসিয়াল মার্কেট লিমিটেড, উইন্ড মিল অ্যাডভারটাইজিং লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউনিলিভার বাংলাদেশ, সেমস গ্লোবাল, ই থ্রি সলুউশন, লিবরা ট্রেড প্রাইভেট লিমিটেড এবং ডেনিম এক্সপো।   

সর্বশেষ খবর