শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সাঈদীর রিভিউ আবেদনের শুনানি ১৪ মে

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পুনর্বিবেচনা চেয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর করা রিভিউ আবেদনের ওপর ১৪ মে শুনানির দিন ধার্য হয়েছে। আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ দিন ধার্য করে। শুনানিতে আসামিপক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে ৩ এপ্রিল সাঈদীর রিভিউ আবেদন কার্যতালিকায় এলেও শুনানি হয়নি। সাঈদীর ব্যাপারে করা রিভিউ আবেদন গতকাল কার্যতালিকার ১৩৮ নম্বরে ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর ফাঁসির আদেশ হলেও সেই রায়ের বিরুদ্ধে করা আপিলে সাজা কমিয়ে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তাকে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আংশিকভাবে মঞ্জুর করা হয় সরকার ও আসামিপক্ষের করা দুই আপিল। বিচারিক আদালতে প্রমাণিত মোট আট অভিযোগের তিনটিতে আপিলে খালাস পান সাঈদী। বাকি পাঁচটির মধ্যে তিনটিতে আমৃত্যু কারাদণ্ড ও দুটিতে তাকে মোট ২২ বছরের দণ্ড দেয় আপিল বিভাগ। এই রায়ের পর সাঈদীর সাজা বাড়াতে সরকার ও খালাস চেয়ে রিভিউ আবেদন করে আসামিপক্ষ।

সর্বশেষ খবর