শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বিজ্ঞাপন বিলে উৎসে কর কর্তন প্রত্যাহার দাবি

নিজস্ব প্রতিবেদক

সংবাদপত্রের বিভিন্ন খাতে অগ্রিম কর ও শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন এ খাতের প্রতিনিধিরা। একই সঙ্গে বিজ্ঞাপন বিলের ওপর ৪ শতাংশ হারে উৎসে কর কর্তন রহিত করার দাবি জানানো হয়। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল ১০-এর সম্মেলনকক্ষে এক রাজস্ব সংলাপে এ দাবি জানানো হয়।

সংলাপে অংশ নিয়ে প্রিন্ট মিডিয়াগুলোর প্রতিনিধিরা বলেন, এ দেশের অধিকাংশ পত্রিকা লোকসানে আছে। সার্কুলেশন বাড়লে লোকসানের পরিমাণ বাড়ে। বিভিন্ন খাতে অগ্রিম রাজস্ব পরিশোধ পত্রিকার দায় আরও বাড়ে। বিজ্ঞাপনের আকার কমছে। তাই আয়ও কমছে। কিন্তু অন্যান্য খরচ বরং বাড়ছে। সংলাপে বসুন্ধরা গ্রুপের পক্ষে আয়কর উপদেষ্টা থেকে অ্যাডভোকেট আশরাফ হোসেন খান, যমুনা মিডিয়া লিমিটেড থেকে ওয়ালিউজ্জামান ও আইনজীবী এফ সি নাথ, ডেইলি স্টারের পক্ষে ফাইন্যান্স ও অ্যাডমিন বিভাগের জিএম মিজানুর রহমান, ফিন্যানশিয়াল এক্সপ্রেসের সুশীল ভৌমিক, হা-মীম গ্রুপের আয়কর উপদেষ্টা মো. কামাল উদ্দিন, সমকালের ডিজিএম (অ্যাকাউন্টস) ইমাম আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর