সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আশার চেয়ে বেশি পেয়েছি

—— আবদুল মাতলুব আহমাদ

আশার চেয়ে বেশি পেয়েছি

সাত বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এক ঐতিহাসিক নবদিগন্তের সূচনা করল বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তার দাবি— এ সফরের মাধ্যমে আমরা আশার চেয়ে বেশি পেয়েছি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রধান আবদুল মাতলুব আহমাদ গতকাল নয়াদিল্লি থেকে টেলিফোনে বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, ভারত প্রথমবারের মতো প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের অবকাঠামো খাতে ঋণ সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে। যা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। এর ভালো সুফল বাংলাদেশের জনগণ উপভোগ করবেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৃঢ় ঘোষণা দিয়েছেন, ভারত প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। মোদি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করেছেন, তা দেখে তিনি এবং বিশ্ব নেতারা অবাক হয়ে গেছেন। এফবিসিসিআই সভাপতি বলেন, আজ নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সব ব্যবসায়ী নেতার উদ্দেশে বক্তব্য রাখবেন। তিনি ভারতীয় ব্যবসায়ীদের বেশি বেশি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন। আমি আশা করছি, প্রায় ১০টি ভারতীয় কোম্পানির সঙ্গে বাংলাদেশ সরকারের যে চুক্তি হয়েছে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সব ব্যবসায়ীর সামনে বিনিময় হবে। আবদুল মাতলুব আহমাদ আরও বলেন, এখন আমরা আশা রাখি যে, বিগত যে কোনো সময়ের তুলনায় এখন এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে। এখন আমাদের মূল স্লোগান হলো— শুধু সমঝোতা-চুক্তি স্বাক্ষর নয়, বাস্তবায়নই হলো আসল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর