সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চুক্তিতে সম্পর্ক উন্নয়ন হবে

—— এ কে আজাদ

চুক্তিতে সম্পর্ক উন্নয়ন হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যেসব চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে, তাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ। তার মতে, এ সফরের পর ভারতের বাজারে বাংলাদেশের বাণিজ্য বাধা অনেকাংশে কেটে যাবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে দেওয়া প্রতিক্রিয়ায় এ কে আজাদ আরও বলেন, আমি মনে করি প্রধানমন্ত্রীর এ সফরের পর ভারত আমাদের পাট ও পাট পণ্য রপ্তানিতে যে বাড়তি শুল্ক আরোপ করেছে, তা তুলে নেবে। পাশাপাশি বাণিজ্য ঘাটতি অর্থাৎ, প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানির বিপরীতে মাত্র প্রায় ৬৫০ মিলিয়ন রপ্তানি করি, এখানে সমতা আনতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা হবে। শুল্ককরসহ যেসব রাজ্য কর বা বাধা আছে, তা তুলে নেওয়া হবে। এতে বাংলাদেশি তৈরি পোশাক পণ্য রপ্তানি বাড়ানো যাবে। এফবিসিসিআইর সাবেক এ সভাপতি বলেন, ভারতের সীমান্তে পণ্যমান পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। সে ক্ষেত্রে ভারত তাদের সীমান্তে আমাদের পণ্যবাহী ট্রাক পৌঁছালে, সেখানে রেখে বিভিন্ন স্থানে পণ্য পরীক্ষার জন্য পাঠায়। এ পরীক্ষার ফলাফল পেতে ৬ থেকে ৭ দিন সময় লাগে। এ ক্ষেত্রে ভারত আমাদের বিএসটিআইর সনদ গ্রহণ করছে না। এটা ভারত গ্রহণ করলে বাংলাদেশ প্রচুর খাদ্যপণ্য রপ্তানি করতে পারবে। বিএসটিআইর সনদ ভারতের গ্রহণ করা উচিত। এ উদ্যোগসমূহ ভারত নিলে বাংলাদেশের বাণিজ্য বাধা অনেকাংশে কেটে যাবে।

সর্বশেষ খবর