সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ফলপ্রসূ ও সফল হয়েছে

— জসিম উদ্দিন


ফলপ্রসূ ও সফল হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যাপক সাড়া পেয়েছেন বলে মনে করেন নয়াদিল্লি সফররত এফবিসিসিআইর সাবেক প্রথম সহ-সভাপতি জসিম উদ্দিন। ভারতকে ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশের ভালো বন্ধু আখ্যায়িত করে এই শীর্ষ ব্যবসায়ী নেতা বলেছেন, আশা করছি ভারত খুব দ্রুত শুল্ক ও অশুল্ক বাধা তুলে নেবে। এ জন্য ভারতীয় ব্যবসায়ীরাও উদ্যোগ নেবেন বলে বাংলাদেশি ব্যবসায়ীদের জানানো হয়েছে।  গতকাল নয়াদিল্লি থেকে টেলিফোনে বাংলাদেশ প্রতিদিনকে জসিম উদ্দিন আরও বলেন, ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের বি-টু-বি (ব্যবসায়ীর সঙ্গে ব্যবসায়ীর) দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এ বৈঠকে বাংলাদেশি বড় বড় ব্যবসায়ীর সঙ্গে ভারতের বড় বড় ব্যবসায়ীর পণ্য আমদানি-রপ্তানি নিয়ে কথা হয়েছে। বি-টু-বিতে ব্যাপক সাড়া পেয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সব মিলিয়ে এ সফর ফলপ্রসূ ও ভালো হয়েছে। ভারতের সরকার ও ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরে ব্যাপক আন্তরিকতা দেখিয়েছেন। গুরুত্ব দিয়েছেন।  প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত হয়েছে দাবি করে এফবিসিসিআইর সাবেক প্রথম সহ-সভাপতি আরও বলেন, ভারত কেবল আমাদের প্রতিবেশী নয়, বাংলাদেশের ভালো বন্ধুও বটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে অনেকগুলো চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফিকির সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে জসিম উদ্দিন আরও বলেন, এ বৈঠকে বাংলাদেশি ব্যবসায়ীদের সমস্যা তুলে ধরা হয়েছে। শুল্ক ও অশুল্ক বাধাসহ সব বাণিজ্যিক প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে। এসব প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য ফিকি তাদের সরকারের সঙ্গে কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর