সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ইসির গাড়ি পাবেন না মন্ত্রী-এমপিরা

নির্দেশনা জারি করে জেলায় জেলায় চিঠি

নিজস্ব প্রতিবেদক

এখন থেকে চাইলেই সরকারের মন্ত্রী-এমপিরা নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের গাড়ি ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ের গাড়ি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর ছাড়া অন্য কারও প্রয়োজনে হুকুম দখলের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ইসির উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এই চিঠির কপি জেলা প্রশাসক ছাড়াও সব বিভাগীয় কমিশনার, উপ-মহা পুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। জানা গেছে, ইসির মাঠপর্যায়ের গাড়ি হঠাৎ হঠাৎ হুমক দখল করে সরকারের মন্ত্রী-এমপিদের সফরকালে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এতে ইসির মাঠপর্যায়ের কাজে ব্যাঘাত ঘটছে। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তদন্ত, ভোটকেন্দ্র পরিদর্শন এবং বিভিন্ন নির্বাচনী কার্যক্রম পরিচালনাসহ দাফতরিক প্রয়োজনে প্রতিনিয়তই মাঠ পর্যায়ে ভ্রমণ করতে হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের জিপ গাড়ি হুকুম দখল করা হলে নিয়মিত দাফতরিক কাজ এবং ভোটার তালিকা, জাতীয় পরিচয়পত্র ও নির্বাচনের কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। এমতাবস্থায়, নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের অফিসগুলোর গাড়িগুলো মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সফর ব্যতীত অধিগ্রহণ/হুকুম দখলের আওতা-বহির্ভূত রাখার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। ইসির মাঠকর্মকর্তারা বলেছেন, সরকারের মন্ত্রী/এমপি, জেলার বড় বড় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের বড় বড় নেতাদের জেলা সফরকালে অনেক সময় ইসির গাড়ি হুকুম দখল করা হয়। তাদের নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে কমিশনের গাড়ি ব্যবহার করেন তারা। এতে কমিশনের অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকে। তাই এমন সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইসি সূত্র জানায়, কমিশনের গাড়ি অনেক সময় অনেকেই (যারা নির্বাচন কমিশনের কর্মকর্তা নন) ব্যক্তিগত কাজেও ব্যবহার করেন বা কোনো রাজনৈতিক দলের নেতা সংশ্লিষ্ট এলাকায় গেলে ওই গাড়ি ব্যবহার করেন। ফলে ইসি যে কর্মকর্তার জন্য গাড়ি বরাদ্দ করেছেন কাজের সময় তিনি গাড়ি পান না। ফলে ইসির অনেক কাজ সময়মতো হয় না।

 

 

সর্বশেষ খবর