সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বৈসাবিতে মজেছে পাহাড়

রাঙামাটি প্রতিনিধি

বৈসাবিতে মজেছে পাহাড়

রাঙামাটি পৌরসভা চত্বরে গতকাল সকালে চারদিনের বৈসাবি উৎসবের নানা অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সংসদ সদস্য ঊষাতন তালুকদার। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১২ এপ্রিল ফুলবিজু, ১৩ এপ্রিল মূলবিজু, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ অর্থাৎ চাকমা ভাষায় গোজ্জ্যাপোজ্জ্যা ও ১৫ এপ্রিল মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব। এ ছাড়াও প্রতিদিনের অনুষ্ঠানে থাকছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য-সংগীত, জুম খেলাধুলা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কৃষ্টি-সংস্কৃতি, পণ্য প্রদর্শনী, বেইন বোনা প্রতিযোগিতা ও চাকমা নাট্যোৎসব। এদিকে ফুলবিজু উপলক্ষে রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা জানান, শহরের গর্জনতলী ত্রিপুরাপল্লীতে ফুল বিজুর আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে সকাল ৭টায় কাপ্তাই হ্রদে ফুল ভাসানো উৎসব। পরে বয়োজ্যেষ্ঠদের স্নান ও বস্ত্রদান, ত্রিপুরা তরুণ-তরুণীদের গড়াই নৃত্যসহ আলোচনা সভা, সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও পিঠা আপ্যায়ন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর