মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

অভিযোগের শেষ নেই তৃণমূলের ভোট নিয়ে

১৬ এপ্রিল ১৭৪ ইউপিতে ভোট

গোলাম রাব্বানী

আগামী ১৬ এপ্রিল ১৭৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। একে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন (ইসি) নানা উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে মাঠ পর্যায় থেকে হুমকি-ধমকির বিভিন্ন অভিযোগও জমা হতে শুরু করেছে।

ইসি সূত্র বলছে, ইসি সচিবালয় এসব অভিযোগের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। বর্তমান কমিশন জিরো টলারেন্স নীতি সামনে রেখে সুষ্ঠু ভোট আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। ব্যালট পেপারসহ সব নির্বাচনী মালামালও প্রস্তুত রয়েছে। কাল নির্বাচনী মালামাল নেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ব্যালট বিতরণ করা হবে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে এবং অন্যান্য মালামাল ইসি সচিবালয় থেকে বিতরণ করা হবে। সূত্র জানায়, তৃণমূলের ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনাররা মাঠ পর্যায়ে সফর শুরু করেছেন। সুষ্ঠু ভোট আয়োজনের জন্য মাঠের নির্বাচনী কর্মকর্তা ও প্রশাসনের লোকজনদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনাররা বলছেন, বর্তমান কমিশনের অধীনে সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এজন্য সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন প্রস্তুত রয়েছে। এদিকে ভোট নিয়ে নানা অভিযোগ আসতে শুরু করেছে ইসিতে। গতকাল পটুয়াখালীর মহিপুর থানার ৯ নম্বর ধুলাশ্বর ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. ইয়াকুব খান ইসিতে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, নৌকা প্রতীকের প্রার্থী বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছেন। কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন। এ ক্ষেত্রে প্রার্থী নিজের ও তার সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসির কাছে আবেদন করেছেন তিনি। সূত্র জানায়, এ ছাড়া অনেক অভিযোগ জমা পড়েছে ইসির টেবিলে। সুষ্ঠু ভোটের আয়োজনে নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের পরিকল্পনা নিয়েছে ইসি। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ-এপিবিএন-ব্যাটালিয়ন আনসারের ১৭৬টি মোবাইল টিম, ৯০ প্লাটুন বিজিবি, ৯০ প্লাটুন র‍্যাব এবং উপকূলীয় এলাকার ইউনিয়নে ৮ প্লাটুন কোস্টগার্ড রাখা হচ্ছে। এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, প্রতি ইউনিয়নে পুলিশ-এপিবিএন-ব্যাটালিয়ন আনসারের ২টি মোবাইল টিম, বিজিবি ১ প্লাটুন, র‍্যাব ১ প্লাটুন এবং উপকূলীয় এলাকার ইউনিয়নে কোস্টগার্ড ১ প্লাটুন রাখার পরিকল্পনা রয়েছে। মোট চার দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকছে। ১৬ এপ্রিল ভোটের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরদিন তারা নিয়োজিত থাকবেন। তবে বন্ধ ঘোষিত কেন্দ্রগুলোয়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকবে। ইসির আইনশৃঙ্খলাসংক্রান্ত পরিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার বিভাগের সচিব, বিজিবি, র‍্যাব, কোস্টগার্ড, আনসারের মহাপরিচালক ও সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার বরাবর পাঠানো হয়েছে। ইসির কর্মকর্তারা বলেছেন, দলীয় প্রতীকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন করার পর এবারে তৃণমূলে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ১৬ এপ্রিল একযোগে ১৭৪ ইউপিতে ভোট হবে। এ ছাড়া ২৫ এপ্রিল তিন পৌরসভায়ও ভোট গ্রহণ হবে। ইসি সচিবালয় জানিয়েছে, ১৬ এপ্রিল সাধারণ নির্বাচন হবে ৫৫টি ইউপিতে, উপনির্বাচন ১০২টি ইউপিতে এবং বন্ধ ঘোষিত, মামলাজনিত বা অন্য কারণে স্থগিত ইউপি, ভোট কেন্দ্রে পুনঃ ভোট গ্রহণ হবে ১৭টি ইউপিতে। সব মিলে ১৬ এপ্রিল ১৭৪ ইউপিতে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ২১ জেলার ২৬ উপজেলার সাধারণ নির্বাচন, ৪৯ জেলার ৯০ উপজেলায় উপনির্বাচন ও ১২ জেলার সংশ্লিষ্ট ইউপিতে পুনঃ ভোট রয়েছে। প্রচারণা : এদিকে ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী ২৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার শেষ হওয়ায় ১৭৪ ইউপিতে চলছে জমজমাট প্রচার-প্রচারণা। এ নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে লড়াই হবে। দুই দলের প্রতীক নৌকা-ধানের শীষ নিয়ে প্রার্থীরা ভোটযুদ্ধে রয়েছেন। তিন পৌরসভা : মেহেরপুরের মেহেরপুর পৌরসভা, সিলেটের বিয়ানীবাজার ও গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় ২৫ এপ্রিল ভোট গ্রহণ হবে। এই তিন পৌরসভার প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারণা করছেন। ভোট প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

সর্বশেষ খবর