মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রহস্যে রাউধার মৃত্যু, সহপাঠীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক রাজশাহী

রহস্যে রাউধার মৃত্যু, সহপাঠীর বিরুদ্ধে মামলা

রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী রাউধা আতিফের মৃত্যুর ঘটনায় তার সহপাঠী বান্ধবী সিরাত পারভীন মাহমুদের নামে হত্যার অভিযোগ এনে রাজশাহীর আদালতে হত্যা মামলা দায়ের করেছেন তার বাবা ডা. মোহাম্মদ আতিফ। গতকাল দুপুর ১২ টার দিকে রাউধা আতিফের বাবা ডা. মোহাম্মদ আতিফ রাজশাহী মেট্রোপলিটন আদালতের বিচারক সাইফুল ইসলামের আদালতে উপস্থিত হয়ে মামলাটি করেন। মামলার আসামি সিরাত পারভীন মাহমুদ ভারতের নাগরিক। ভারতের কাশ্মীরে তার বাড়ি। তিনি রাউধার পাশের কক্ষে থাকতেন। মামলা শেষে বের হয়ে রাউধা আতিফের বাবা ডা. মোহাম্মদ আতিফ সাংবাদিকদের বলেন, এটা নিশ্চিত একটা হত্যাকাণ্ড। আমরা রাউধা আতিফের মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশের রাজশাহীতে ছুটে আসি। রাউধার গলায় হাতের ছাপ আছে। যা হত্যাকাণ্ড বলে আমার মনে হয়েছে। তিনি আরও বলেন, রাউধাকে যে হত্যা করেছে সে ডান হাতি। তাকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। যদি রাউধা আত্মহত্যা করে থাকে তাহলে পুলিশ আশার আগে তাকে কেন নামানো হলো? আর প্রাথমিক অবস্থায় হাসপাতালের ভিতরের রুম দেখে মনে হয়েছে এটা হত্যাকাণ্ড। এ মামলার তদন্ত রাজশাহীর পুলিশ ভালো করে করবে বলে আমি আশাবাদী। রাউধার আতিফের বাবা ডা. মোহাম্মদ আতিফের হত্যা মামলা দায়েরের বিষয়ে অ্যাডভোকেট কামরুল মনির সাংবাদিকদের বলেন, রাউধার রুমের ভিতর বা অন্য কিছু দেখে তার পরিবারের লোকজন মনে করছে এটা হত্যাকাণ্ড। তাই তারা একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২৯ মার্চ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষে ওড়না পেঁচানো অবস্থায় রাউধার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ওই মেডিকেল কলেজের এমবিবিএস ১৩তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন রাউধা। বিদেশি কোটায় ভর্তির পর গত বছরের ১৪ জানুয়ারি মহিলা হোস্টেলের দ্বিতীয় তলার ওই কক্ষে উঠেছিলেন রাউধা। ওই ব্লকে আরও ছয়জন বিদেশি শিক্ষার্থী থাকেন।

সর্বশেষ খবর