মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হঠাৎ ছন্দপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারের সূচক ও লেনদেনে হঠাৎ কিছুটা ছন্দপতন দেখা গেছে। গতকাল দেশের দুই শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা ছিল। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দৈনন্দিন লেনদেনের গতি আগেরদিন রবিবারের চেয়ে কমেছে। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও কমেছে দুই পুঁজিবাজারে।

চলতি বছরের তৃতীয় মাস জুড়েই শেয়ারবাজার তুলনামূলক ঊর্ধ্বমুখী ছিল। এপ্রিল শুরু হওয়ার পর তা ফের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। গতমাসে যেখানে প্রতিদিন গড়ে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। চলতি সপ্তাহে তা সাতশ কোটি টাকায় নেমেছে। সপ্তাহের দ্বিতীয় দিনে গতকাল লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করে ৫৭০০ পয়েন্টে। গত ৪ এপ্রিল ডিএসইর প্রধান এ সূচকটি ৫ হাজার ৭৭৭ পয়েন্টে ওঠার পর থেকে গত তিন দিন এটি নেতিবাচক ধারায় রয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো— মতিন স্পিনিং, টুং হাই ইন্ডা., সেন্ট্রাল ফার্মা, ডেল্টা স্পিনিং, রিজেন্ট টেক্স, সাফকো স্পিনিং, ডেফোডিল কম্পিউটার, ডেল্টা ব্র্যাক হাউজিং, আইসিবি ও ইস্টার্ন ব্যাংক লি.। অন্যদিকে, সিএসইতে সার্বিক সূচক কমেছে ৬১ দশমিক ৮৪ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত ৫৫ কোটি টাকা। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৩৩টির।

 

সর্বশেষ খবর