বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কড়া নিরাপত্তার চাদরে থাকবে রাজধানী

নিজস্ব প্রতিবেদক

পয়লা বৈশাখ ঘিরে নানা ধরনের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে সোয়াত, পুলিশ ও র‍্যাবের সদস্যরা থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মঙ্গল শোভাযাত্রায় নিরাপত্তা এবার আরও বাড়ানো হয়েছে। চারুকলা থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় রাস্তা থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না। যারা শোভাযাত্রায় অংশ নিতে আগ্রহী তারা চারুকলায় যাবেন। শোভাযাত্রার আশপাশের বিভিন্ন স্থাপনার ছাদে ও ভবনের ছাদে পুলিশ দায়িত্ব পালন করবে। থাকবে বোমা নিষ্ক্রিয়কারী দল। রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী উদ্যানে কয়েক স্তরে আইনশৃঙ্খলা বাহিনীর ১১ হাজার সদস্য মোতায়েন থাকবে। থাকবে ওয়াচ টাওয়ার ও আর্চওয়ে। ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি থাকবে সাদা পোশাকের পুলিশ। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকবে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। শোভাযাত্রায় কোনো মুখোশ পরা যাবে না। তবে হাতে নেওয়া যাবে প্লে কার্ড ও ফেস্টুন। রমনা পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হকার ঢুকতে দেওয়া হবে না। সোহরাওয়ার্দী উদ্যানসহ অন্যান্য এলাকার মেলাতে হকার থাকবে। ছিনতাই, ইভটিজিং রোধে আলাদা টিম থাকবে। ২০১৬ সালে পয়লা বৈশাখে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারও ঘটবে না। কারণ মূল সমস্যাটা হতো প্রবেশমুখে, সেটা আমরা আলাদা করে দিয়েছি। পুলিশের পক্ষ থেকে উৎসবে আগত ব্যক্তিদের ফুল, পানি ও বাতাসা বিতরণ করা হবে। ডিএমপি প্রধান বলেন, সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো বহিরাগতকে প্রবেশ করতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনো গাড়ি প্রবেশ করবে না। উন্মুক্ত স্থানে বিকাল ৫টার পর কোনো সমাবেশ করা যাবে না। তবে ইনডোরে অনুমতি সাপেক্ষে অনুষ্ঠান করা যাবে। পয়লা বৈশাখে মোটরসাইকেলে ডাবলিং করা যাবে না। তবে স্ত্রী-সন্তান থাকলে সমস্যা নেই। অনুষ্ঠানে কোনো দাহ্য পদার্থ, দিয়াশলাই, গ্যাস লাইট, ব্যাগ, ছুরি, চাকু আনা যাবে না। নিষিদ্ধ থাকবে ভুভুজেলা। নগরীর প্রত্যেক অনুষ্ঠানস্থল ধূমপানমুক্ত থাকবে। গাড়ি বন্ধ : বাংলামোটর-পুরনো এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-পরিবাগ ক্রসিং-রূপসীবাংলা ক্রসিং, শাহবাগ ক্রসিং-মত্স্য ভবন-কদম ফোয়ারা ক্রসিং-হাই কোর্ট ক্রসিং; জিরো পয়েন্ট থেকে হাই কোর্ট ক্রসিং এবং ইউবিএল থেকে কদম ফোয়ারা, হোটেল রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলি রোড-হেয়ার রোড কাকরাইল মসজিদ ক্রসিং বামে মোড়-চার্চ ক্রসিং-মত্স্য ভবন ক্রসিং, নীলক্ষেত ক্রসিং থেকে টিএসসি ক্রসিং, পলাশী মোড় থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং, বকশীবাজার থেকে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং, হাই কোর্ট ক্রসিং— দোয়েল চত্বর ক্রসিং-শহীদুল্লাহ হল ক্রসিং এবং নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত যানচলাচল বন্ধ থাকবে। গাড়ি পার্কিং : নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (উত্তর দিকের গাড়িসমূহ), জিরো পয়েন্ট থেকে ইউবিএল এবং ইউবিএল থেকে দৈনিক বাংলা, কার্জন হল থেকে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়িসমূহ), মত্স্য ভবন থেকে সেগুনবাগিচা (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ), শিল্পকলা একাডেমি গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ), সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব (ভিআইপি গাড়ি ও মিডিয়ার গাড়ি পার্কিং) এবং কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী (দক্ষিণ-পশ্চিম দিকের গাড়ি) পর্যন্ত সড়কে গাড়ি পার্কিং করা যাবে।

 

সর্বশেষ খবর