বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কাপ্তাই হ্রদে বিজু উৎসব শুরু

রাঙামাটি প্রতিনিধি

কাপ্তাই হ্রদে বিজু উৎসব শুরু

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে শুরু হয়েছে বিজু উৎসব। নতুন বর্ষকে বরণ করতে উদ্বোধনী পর্বে চাকমা ও ত্রিপুরা তরুণীরা ঐতিহ্যবাহী সাজ-পোশাক থামি, পিনন, কবই, খাদি, খবং পরে হ্রদের পাড়ে জড়ো হন এবং মাধবীলতা, অলকানন্দা, নিম পাতা, রঙ্গন, জবাফুলসহ বাহারি ফুল আর কলাপাতা ভাসিয়ে দেন। এদিকে নতুন বর্ষকে বরণ করতে পাহাড় সেজেছে নবরূপে। গতকাল সকাল ৯টায় শহরের গর্জনতলী এলাকায় ত্রিপুরা পল্লীতে আনুষ্ঠানিক ফুল বিজু উৎসব উদ্বোধন করেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার। এরপর কাপ্তাই হ্রদে ফুল ভাসানো উৎসবে অংশ নেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেসনের উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, পৌর প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেসনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা। এ সময় দল বেঁধে চাকমা ও ত্রিপুরা তরুণ-তরুণীরা একে একে কাপ্তাই হ্রদে ফুল বিজুতে অংশ নেন।

রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেসনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা জানান, এ ফুল বিজু উপলক্ষে  প্রতি বছরের মতো এবারও রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেসনের উদ্যোগে  দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা  হয়েছে। এর মধ্যে ছিল ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গড়ায় নৃত্য, গান, খেলা বয়োজ্যেষ্ঠ স্নান, বস্ত্র দান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।

সর্বশেষ খবর