বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে চারুকলার দেয়ালচিত্রে ‘মবিল হামলা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে চারুকলার দেয়ালচিত্রে ‘মবিল হামলা’

চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের দেয়ালে আঁকা নববর্ষের চিত্র মঙ্গলবার রাতে পোড়া মবিল দিয়ে নষ্ট করে দেয় দুর্বৃত্তরা —বাংলাদেশ প্রতিদিন

বৈশাখবিরোধী দুর্বৃত্তরা রাতের অন্ধকারে চট্টগ্রাম নগরীর বাদশা মিঞা সড়কের দেয়ালে আঁকা বাংলার লোক-ঐতিহ্যের চিত্রগুলো পোড়া মবিল দ্বারা নষ্ট করে দিয়েছে। পয়লা বৈশাখ সামনে রেখে কয়েক দিন ধরে উৎসাহ-উদ্দীপনা নিয়ে এসব দেয়ালচিত্র এঁকেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১টার দিকে দুটি মোটরসাইকেলে করে পাঁচ-ছয় যুবক ঘটনাস্থলে এসে মবিলের মতো কিছু একটা ছিটিয়ে পালিয়ে যায়। এর ফলে দেয়ালচিত্রগুলো নষ্ট হয়ে যায়। রাত ১২টায় এই দেয়ালচিত্রগুলো অঙ্কন করেছিলেন শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পরই এই হামলার ঘটনা ঘটে। এখন ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ খবর