বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বৈশাখে ইলিশ থাকবে না প্রধানমন্ত্রীর রান্নাঘরে

নিজস্ব প্রতিবেদক

পয়লা বৈশাখে নিজে ইলিশ মাছ খাবেন না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ওইদিন কাউকে ইলিশ না খেতে। জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে তিনি এ আহ্বান জানিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘এবার পয়লা বৈশাখে কেউ ইলিশ খাবেন না, ধরবেন না। আমি আমার কিচেনেও বলে দিয়েছি কোনো ইলিশ রান্না না করতে।’ এখন মা-ইলিশের ডিম ছাড়ার মৌসুম। সরকার এই সময়ে ৩০ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইলিশের পরিবর্তে তিনি সবাইকে খিচুড়ি, সবজি, মরিচ পোড়া, ডিম ও বেগুন ভাজি খাওয়ার পরামর্শ দেন। গত বছরও পয়লা বৈশাখে ইলিশ খাওয়ার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে প্রধানমন্ত্রী গণভবনে নিজের খাদ্য তালিকায়ই জাতীয় মাছটি রাখেননি।

সর্বশেষ খবর