শিরোনাম
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ছাত্রদল নেতা নূরুল হত্যা

পুলিশসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কেন্দ্রীয় ছাত্রদল নেতা নূরুল আলম ‘হত্যার’ ঘটনায় পুলিশসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেছেন তার স্ত্রী সুমি আক্তার। এতে এক পুলিশ সদস্যসহ ১৩ জন ও অজ্ঞাতনামা ৫-৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করার জন্য আদালতের কাছে আবেদন জানান সুমি আক্তার। এটি গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মাসুদ পারভেজের আদালতে দাখিল করা হয়। আদালত সূত্র জানিয়েছে, আদালত অভিযোগ গ্রহণ করেছে এবং চট্টগ্রাম মহানগর ও জেলায় নূরুল আলমের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা— তা ২০ এপ্রিলের মধ্যে জানাতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, নগর পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে আদেশ দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতিবেদন তৈরিতে সহযোগিতার নির্দেশ দেয়। নাম উল্লেখ করা অভিযুক্তরা হলেন রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই শেখ মোহাম্মদ জাবেদ, বাবুল মেম্বার, খালেক মেম্বার, জসিম, সেকান্দর, নাসের প্রকাশ টাইগার নাসের, এমরান, মো. হাসান, নূরুল ইসলাম, লিটন, মেহেদি, ভূপেষ বড়ুয়া ও রব্বান। আদালতের এ আদেশে সন্তুষ্টি প্রকাশ করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, ‘ভিকটিমের পরিবার যদি কোনো মামলা না করে সেক্ষেত্রে পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা করতে পারে। কিন্তু পুলিশ আরেকটি মামলা করেছে। এতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। আবার অন্যদিকে পুলিশ সুপার তদন্ত করবেন না বলে জানিয়েছেন। এতে করে পুলিশের ভূমিকা গ্রহণযোগ্য মনে হচ্ছে না।’

প্রসঙ্গত, গত ৩০ মার্চ বিকাল ৪টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলাঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে নূরুল আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পরিবার ও তার রাজনৈতিক আদর্শের সংগঠন বিএনপি-ছাত্রদলের দাবি, তাকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদল চট্টগ্রামে আধাবেলা হরতাল কর্মসূচিও পালন করে।

সর্বশেষ খবর