সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সিটিং বন্ধ, চিটিংয়ে চলছে বাস

আগের ভাড়াই আদায়, ভোগান্তির শেষ নেই

নিজস্ব প্রতিবেদক

সিটিং বন্ধ, চিটিংয়ে চলছে বাস

রাজধানীতে গণপরিবহনে সিটিং বা গেটলক সার্ভিস বন্ধ হয়েছে। কিন্তু সিটিং বন্ধ হলেও চিটিংয়ে চলছে বাস। ভাড়া আগের মতোই আদায় করা হচ্ছে। এ নিয়ে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। সিটিং বন্ধের প্রথম দিনে গতকাল নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অবস্থান নেয়। ফলে সড়কে যানবাহনের উপস্থিতি ছিল কম। ভোগান্তির শেষ ছিল না যাত্রীদের।

সিটিং সার্ভিস বন্ধ করতে আসাদগেট, আগারগাঁওয়ে আইডিবি ভবনের সামনে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিম পাশে, রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে এবং যাত্রাবাড়ীর চাংপাই রেস্টুরেন্টের সামনে ভ্রাম্যমাণ আদালত বসায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ কারণে নিয়মিত চলাচলকারী অনেক গাড়িও বের করা হয়নি। কয়েকটি স্পট ঘুরে দেখা গেছে, বাসগুলো সিটিং সার্ভিসমুক্ত হয়েছে। তবে নিয়মিত বাসের সংখ্যা অনেক কম। সিটিং বা গেটলক সার্ভিস না থাকলেও আগের মতো ভাড়া রাখা হচ্ছে। বাস কম থাকায় যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল, গুলিস্তান, পল্টন, প্রেস ক্লাব, নিউমার্কেট, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, মগবাজার, মহাখালী, বনানী, নতুনবাজার, উত্তরা, আবদুল্লাহপুর, মিরপুর ও গাবতলীর মতো ব্যস্ত স্পটগুলো অনেকটাই ফাঁকা ছিল। তবে বিভিন্ন জায়গায় বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। যাত্রাবাড়ী, মতিঝিল, গুলিস্তান ও নিউমার্কেট থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে সিটিং সার্ভিস দেখা যায়নি। বাসে ছিল উপচে পড়া যাত্রী। অনেক বাসে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে অভিযোগ, সিটিং ভাড়াই রাখা হচ্ছে। মিরপুর ও চিড়িয়াখানা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতেও সিটিং দেখা যায়নি। অন্যদিনের তুলনায় কম বাস চলাচল করেছে। প্রায় সব রুটের বাসেই ছিল প্রচণ্ড ভিড়। বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা টাঙিয়ে রাখার কথা থাকলেও বেশির ভাগ বাসে তা দেখা যায়নি। কামাল হোসেন নামে এক যাত্রী জানান, তিনি জিরো পয়েন্ট থেকে সুপ্রভাত পরিবহনে ওঠেন। যাবেন নর্দা। তার কাছ থেকে ৩০ টাকা রাখা হয়েছে। যা সিটিং ভাড়া। অতিরিক্ত ভাড়া আদায় ও চার্ট না রাখার দায়ে ট্রাস্ট, খাজা বাবা, স্বাধীন, নিউ ভিশনসহ বেশ কয়েকটি পরিবহনকে দুই হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত-২। ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বলেন, ‘অনেক যাত্রী অভিযোগ করেছেন, ভাড়া আগের হিসাবেই নিচ্ছে। অভিযোগ আমলে নিয়ে আধা ঘণ্টায় ২৫ থেকে ৩০টি পরিবহনকে দুই হাজার টাকা করে জরিমানা করেছি।’ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরী ও আশপাশের জেলায় বড় বাসের ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসের ১ টাকা ৬০ পয়সা। বড় বাসে সর্বনিম্ন ভাড়া তিন কিলোমিটার পর্যন্ত ৭ টাকা ও মিনিবাসের ক্ষেত্রে ৫ টাকা। বাসে ভাড়ার তালিকা পাওয়া না গেলে বিআরটিএর ওয়েবসাইট অথবা যাত্রী কল্যাণ সমিতির কার্যালয়ে অভিযোগ করা যাবে। ঢাকা সড়ক পরিবহন সমিতি ৪ এপ্রিল সংবাদ সম্মেলন করে রাজধানীতে সিটিং সার্ভিস ও গেটলক পদ্ধতি বাতিলের ঘোষণা দেয়, যা গতকাল থেকে কার্যকর।

 

সর্বশেষ খবর