সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পদ্মা সেতুর কাজ শেষ ৪২ শতাংশ

স্প্যান বসবে জুন থেকে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর নির্মাণকাজ কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মা সেতুর নির্মাণকাজ যথাসময়ে শেষ হবে। এ পর্যন্ত পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি হয়েছে ৪২ শতাংশ। জুন মাসের মধ্যেই পদ্মা সেতুর পিলারের ওপর স্প্যান বসানোর কাজ শুরু হবে এবং এরপর খুব দ্রুত সময়ের মধ্যে একের পর এক ৪১টি নতুন স্প্যান বসতে থাকবে। তবে জুনে একযোগে ৭টি স্প্যান পদ্মা সেতু পিলারের ওপর বসলেই দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতু। গতকাল  দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা বহুমুখী সেতু কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের স্কুল প্রাঙ্গণে একযোগে পুনর্বাসন সাইটসমূহের ৪টি প্রাথমিক বিদ্যালয় এবং ৫টি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন পরবর্তী ভাষণে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরও জানান, মূল সেতুর ৬২টি পাইল ড্রাইভ সম্পন্ন হয়েছে। এরমধ্যে জাজিরা প্রান্তে ৩৮টি, মাওয়া প্রান্তে ১৪টি এবং ট্রানজিশন পিলারে ১০টি। পদ্মা সেতুতে মোট ৪১টি স্প্যান বসবে। এরমধ্যে ৭টি স্প্যানের (সুপার স্ট্রাকচার) কাজ শেষ হয়েছে। ৭টি স্প্যান স্থাপনের জন্য মাওয়া প্রান্তে প্রস্তুত আছে। ১২টি স্প্যান তৈরির কাজ শেষ হয়েছে, যেগুলো শিগগিরই চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছবে। শেখ হাসিনার সাহসী উদ্যোগের কারণেই পদ্মা সেতু এখন বাস্তব রূপ ধারণ করছে। অনুষ্ঠানে স্থানীয় এমপি সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন পদ্মা সেতু প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম ও মাওয়াস্থ ৯৯ কম্পোজিট ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শাকিল আহম্মেদ ও মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিম। অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, স্থানীয় জনসাধারণের জমি প্রদানসহ অনেক ত্যাগ ও শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু বাস্তবায়ন বিশ্বের এক বিশেষ মডেল। এই কাজকে এগিয়ে নিতে যারা অবদান রাখছেন তারাও ইতিহাসের অংশ।

সর্বশেষ খবর