সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ডিজেল ও কেরোসিনের দাম কমানোর সুপারিশ সিপিডির

নিজস্ব প্রতিবেদক

কেরোসিন ও ডিজেলের দাম কমানোসহ পাঁচ দফা সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে গতকাল এক সংবাদ সম্মেলনে বাজেট ২০১৭-১৮ এর সুপারিশমালা উপস্থাপন করা হয়। অন্য সুপারিশগুলো হলো রপ্তানি ও প্রবাসী আয় খাতকে সুবিধা দিতে স্বল্প মেয়াদে টাকার মূল্যমান কমানো, সঞ্চয়পত্রের সুদের হার কমানো, চালের দাম নিয়ন্ত্রণে রাখা এবং ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করতে স্বাধীন আর্থিক খাত সংস্কার কমিশন গঠন। সংবাদ সম্মেলনে সিপিডির সম্মানীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য ছাড়াও বক্তব্য দেন সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। সুপারিশমালা উপস্থাপন করেন সিপিডির গবেষক ড. তৌফিকুল ইসলাম খান। গত কয়েক বছর বড় বাজেট দিয়েও তা বাস্তবায়ন করতে না পারার অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। সুপারিশমালায় বলা হয়, ডিজেল ও কেরোসিন বেশি ব্যবহার করেন গরিব মানুষ। এখানে মাত্রাতিরিক্ত লাভ করার কোনো মানে হয় না। আগামীতে এগুলোর দাম কমালে গরিব মানুষ উপকৃত হবে। এ ছাড়া টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা, সঞ্চয়পত্রে সুদের হার কমানো, চালের দাম স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে আলাদা আর্থিক খাত সংস্কার স্বাধীন কমিশন গঠনেরও প্রস্তাব দিয়েছে সিপিডি। ড. দেবপ্রিয় উল্লেখ করেন, বর্তমানে দেশের সামষ্টিক অর্থনীতির বেশকিছু সূচক ভালো অবস্থানে। ব্যাংকের সুদের হার কম। মূল্যস্ফীতিও সহনীয় পর্যায়ে। বৈদেশিক লেনদেনে স্বস্তিদায়ক পরিস্থিতি। রিজার্ভ বাড়ছে, বেসরকারি বিনিয়োগ চাঙ্গা হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তবে ব্যাংকিং খাতে বেশকিছু দুর্বলতা রয়েছে। খেলাপি ঋণ বেড়ে গেছে। ব্যাংকিং খাতে লাভের সূচক দুর্বল মনে হচ্ছে। রপ্তানি আয় বৃদ্ধির হার কমে এসেছে। রেমিট্যান্সও কমেছে ব্যাপক হারে।

সর্বশেষ খবর