সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আগুনে পুড়ে মারুফ কামালের স্ত্রীর মৃত্যু বগুড়ায় দাফন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেলের স্ত্রী তানিয়াকে (৫০) বগুড়ার সারিয়াকান্দিতে দাফন করা হলো। গত  শনিবার ভোরে দাফন কাজ শেষ করে তিনি আবার ঢাকায় ফিরে যান। জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার শ্যামলীতে নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হন। শুক্রবার ১ বৈশাখ তিনি হাসপাতালে মারা যান। শনিবার তার মৃতদেহ নিয়ে মারুফ কামাল খান সোহেল, ভাই মিরু ও আত্মীয়রা বগুড়ায় আসেন। মাঝরাতে সোহেলের পৈতৃক নিবাস বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রোহদহ গ্রামের স্থানীয় গোরস্থানে তানিয়ার লাশ দাফন করা হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ একাধিক বিএনপি নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা মারুফ কামাল খান সোহেলের স্ত্রীর মৃত্যুর কোনো সংবাদ দিতে পারেননি। তারা কিছুই জানেন না বলে জানান। বগুড়ার সারিয়াকান্দি থানার ওসি এএসএম ওহেদুজ্জামান জানান, সোহেল খান আসার বিষয়টি তাদের জানা নেই। ওই বিষয়ক কোনো তথ্যও নেই। তবে সোহেল খানের স্ত্রীকে রোহদহ গ্রামে দাফন করার কথা লোকমুখে শুনেছি।

সর্বশেষ খবর