মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রাজশাহীতে আরডিএর সম্মতি ছাড়া জমির ব্যবহার অপরাধ

মন্ত্রিসভায় খসড়া আইন অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিকল্পনা অনুযায়ী ভূমি ব্যবহারের বাধ্যবাধকতা রেখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৭-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব  মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, রাজশাহী নগর উন্নয়ন রাজশাহী টাউন ডেভেলপমেন্ট অথরিটি অধ্যাদেশ-১৯৭৬ (আরডিএ) অনুযায়ী চলছিল। সামরিক শাসনামলে জারিকৃত ওই অধ্যাদেশকে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করায় নতুন করে এই আইন করা হচ্ছে। তিনি জানান, নতুন আইনে আরডিএ কর্তৃপক্ষকে ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা এবং শহরের জন্য মহাপরিকল্পনা নিয়ে পরিকল্পিত নগরী গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, মহাপরিকল্পনা পরিপন্থী ভূমি ব্যবহার করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। তিনি বলেন, মহাপরিকল্পনা কী হবে, কীভাবে প্রণয়ন করা হবে সে বিষয়ে আইনের খসড়ায় বিস্তারিত বলা হয়েছে। শহরটা মাস্টার প্ল্যান অনুযায়ী চলবে। রাজশাহী সিটি করপোরেশন আওতাধীন এলাকা এই কর্তৃপক্ষের অধীন বলে গণ্য হবে। তিনি বলেন, আগে জলাধার আইনের বিষয়টি ছিল না, প্রাসঙ্গিকতা বিবেচনায় নিয়ে নতুন আইনে তা অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জানান, জলাধার খনন বা ভরাট করলে এবং পাহাড় বা টিলা কাটলে সংশ্লিষ্ট মালিককে তা বন্ধ করার জন্য আরডিএ নির্দেশ দিতে পারবে। কেউ সেই আদেশ অমান্য করলে এক বছরের জেল, ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। মহাপরিকল্পনার বাইরে কেউ জমির অপব্যবহার করলেও এক বছরের কারাদণ্ড কিংবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত করা যাবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন ২০১৭-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

 

সর্বশেষ খবর