বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ নিহত ১, আহত ৩০

কুমিল্লায় আওয়ামী লীগের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ নিহত ১, আহত ৩০

চট্টগ্রামে স্টেডিয়ামের সুইমিং পুল নির্মাণের কাজ বন্ধ করা নিয়ে গতকাল পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ —বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার ঐক্যের এক দিন না যেতেই এবার উত্তাপ ছড়াল ছাত্রলীগ। সুইমিংপুল নির্মাণ প্রকল্পের বিরোধিতা করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা। এতে একজন নিহত হয়েছেন। কোতোয়ালি পুলিশের ওসি ও এক সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনার রেশ ধরে মহানগরীর অন্তত পাঁচটি পয়েন্টে ব্যাপক গাড়ি ভাঙচুরসহ বিক্ষোভ করে ছাত্রলীগ। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আহতদের মধ্যে রাত সাড়ে ৮টার দিকে শরীফ নামের একজনের মৃত্যু হয়। সিএনজি শরীফ ওরফে মাসুদ হত্যাসহ একাধিক মামলার আসামি বলে পুলিশ সূত্র জানালেও ছাত্রলীগের পক্ষে তার পরিচয় নিশ্চিত করা হয়নি। তবে কোতোয়ালি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, শরীফ নিহত হওয়ার সঙ্গে ছাত্রলীগের ঘটনাটির কোনো যোগ সূত্র আছে নাকি অভ্যন্তরীণ অন্য কোনো বিরোধ—তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অন্য এক সূত্র জানায়, সংঘর্ষ চলাকালীন ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীদের কয়েকজন শরীফকে ছুরিকাঘাত করে। মহানগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছিরউদ্দিন গৃহীত সুইমিংপুল নির্মাণের বিরোধিতা করে আসছিল। পরশু শীর্ষ এ দুই নেতা চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে হাতে হাত রেখে ঐক্যের ঘোষণা দিলেও গতকালের এ ঘটনা ফের উদ্বেগ তৈরি করেছে। আউটার স্টেডিয়ামের একাংশে সুইমিংপুল নির্মাণের ঘটনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসাবে আ জ ম নাছিরউদ্দিনের সম্পৃক্ততার বিষয়ে অভিযোগ তুলে আসছিল ছাত্রলীগের একাংশ। তারা খেলার মাঠে সুইমিংপুল নির্মাণের বিরোধী। অন্যদিকে, চট্টগ্রামের নাগরিক সমাজ থেকে দীর্ঘদিন সুইমিংপুল নির্মাণের দাবিও রয়েছে। পুলিশ জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে নির্মাণাধীন সুইমিং পুলটির নির্মাণকাজ বন্ধের দাবিতে মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নরুল আজিম রনির নেতৃত্বে প্রায় ৩০০ নেতা-কর্মী কাজীর দেউড়ি মোড়ে মানববন্ধনে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা মানববন্ধন কার্যক্রম শুরুও করে। আকর্ষিক পুলিশের ওপর চড়াও হয় ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে। মুহূর্তেই পুলিশও লাঠিচার্জ করে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ৪০ রাউন্ড ফাঁকা গুলি ও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। কোতোয়ালি থানার ওসিসহ পুলিশের মোট আহত সদস্য সংখ্যা ১৪ জন। তন্মধ্যে কনস্টেবল পিকলু দাশকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত হয়েছেন দৈনিক পূর্বকোণের আলোকচিত্র সাংবাদিক শরীফ চৌধুরী। পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিক আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতারা। শেষ খরব পাওয়া পর্যন্ত ঘটনাটির ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে। আহত পুলিশ সদস্যদের বেশির ভাগই মাথায় ইটের আঘাত পেয়েছেন। ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী ?পুলিশের পিটুনিতে আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে আউটার স্টেডিয়ামের ভিতরে সুইমিংপুল এলাকায় ও বাইরে বিভিন্ন দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় পুলিশ বাধা দিলে উভয়ের মুখোমুখি সংঘর্ষে বাধে। এর আগে বরিবার নগর ছাত্রলীগ এ সুইমিংপুল বন্ধের বিষয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় বলে জানান নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন সন্ধ্যায় বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। সরেজমিন প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের বাধা উপেক্ষা করে আউটার স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়েন ছাত্রলীগ নেতা-কর্মীরা। তারা টিনের বেষ্টনী উপড়ে নির্মাণসামগ্রী ভাঙচুর করে। ছাত্রলীগ নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ ছাড়া কাজির দেউড়ি থেকে আসকার দীঘির পাড়ের দিকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। ঘটনার পর পুলিশ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘাতের পর ওয়াসা মোড়, লালখান বাজার, জিইসি, বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা গাড়ি ভাঙচুর করে। আতঙ্কে দোকানপাটসহ সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। কাজীর দেউড়ির ঘটনার জেরে বিশেষ করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওয়াসা ও লালখান বাজার এলাকায়। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী ‘সন্ত্রাসী’রা ছাত্রলীগ নেতা-কর্মীর ওপর হামলা চালায়। মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার এ এস এম মোবাশ্বের হোসাইন জানান, ওয়াসার মোড়ে ছাত্রলীগের এক গ্রুপের ওপর হামলা হয়েছে। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

দিদারুল আলম মাসুম তার অনুসারীদের দ্বারা হামলার ঘটনা অস্বীকার করে বলেন, ‘আউটার স্টেডিয়ামে গণ্ডগোল করে যাওয়ার সময় কারা ওয়াসা কিংবা লালখান বাজারে ঘটনা ঘটিয়েছে তা আমি জানতামই না। আমি হার্টের রোগী। কয়েকদিন আগে ডাক্তার দেখিয়েছি। এখন বাসায় বিশ্রামে আছি। আমার নির্দেশ দেওয়ার সুযোগ কোথায়?’

এদিকে, কুমিল্লার মুরাদনগরে আধিপত্য বিস্তারের জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বিডিনিউজ জানায়, রাত সোয়া ১১টার দিকে উপজেলার রহিমপুর এলাকায় সংঘর্ষের মধ্যে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার জের ধরে সংঘর্ষ হয়। নিহতরা হলেন ফারুক (২৮) ও সাইদুর রহমান (২৬)। ইউপি সদস্য আলি আশরাফসহ অন্তত ১৫ জন আহত হন।

১৬ এপ্রিল খেলার মাঠ দখল করে সুইমিংপুল নির্মাণ বন্ধ করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় নগর ছাত্রলীগ। নির্ধারিত সময় শেষে সুইমিংপুল ঘেরাও কর্মসূচিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। এ ছাড়াও মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের এ অংশটি এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা-নীতিমালার বিরুদ্ধেও সংবাদ সম্মেলন করে কর্মসূচি দেয়। ছাত্রলীগের একাংশের এই কর্মসূচিতে সভাপতি ইমরান আহমেদ ইমুসহ বিশাল একটি অংশের সম্পৃক্ততা নেই। চট্টগ্রামে ছাত্রলীগের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রবাহে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রত্যাশা করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর