বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ধলেশ্বরী অপেরা

সাংস্কৃতিক প্রতিবেদক

ধলেশ্বরী অপেরা

আগন্তুক রেপার্টরির প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো ভিন্নধর্মী গল্পের নাটক ‘ধলেশ্বরী অপেরা’। গতকাল সন্ধ্যায় একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। ধলেশ্বরী পাড়ের মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও হাসি-কান্না নিয়ে বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনী। পান্থ শাহরিয়ারের রচনা ও নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, ত্রপা মজুমদার, পান্থ শাহরিয়ার, রাশেদ শাওন, শতাব্দী ওয়াদুদ, ঝুমি, পল্লী, শাহীন, জাহাঙ্গীর, জামান, হারুন, হেনড্রি, উমা প্রমুখ।

আজ সম্মিলিত সাংস্কৃতিক জোটের কনভেনশন : সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আজ ঢাকায় অনুষ্ঠিত হবে সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় কনভেনশন। এ কনভেনশনের মধ্য দিয়ে দেশের অসাম্প্রদায়িক শোষণমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আদর্শকে প্রতিষ্ঠা করার সংগ্রামকে আরও জোরদার করা হবে। জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশাপাশি এ কনভেনশনে দেশের জেলা-উপজেলা থেকেও সংস্কৃতিকর্মী ও সংগঠন যোগ দেবে। গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে এসব জানান জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এতে আরও বক্তৃতা করেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, অভিনেতা নাদের চৌধুরী, গাজী রাকায়েত, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম, অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম প্রমুখ। হেফাজত ইসলামকে ‘দানবের দল’ আখ্যা দিয়ে হাসান আরিফ বলেন, ‘এরা জামায়াতে ইসলামীর উত্তরসূরি। এরা ধর্মকে ব্যবহার করে এই দেশকে এক নতুন পাকিস্তানে পরিণত করতে চায়।’ মৌলবাদী শক্তির বিরুদ্ধে দেশব্যাপী সাংস্কৃতিক বিপ্লব গড়ে তোলার আহ্বান জানিয়ে গাজী রাকায়েত বলেন, ‘রমনার বটমূলের মতো দেশের প্রতিটি গ্রামে আমাদের বটমূলকেন্দ্রিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গড়ে তুলতে হবে। গ্রাম থেকেই শুরু করতে হবে আমাদের সাংস্কৃতিক আন্দোলন।’ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ প্রমুখ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর