বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
রাজধানীতে কালবৈশাখী

নৌবন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক

নৌবন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত

রাজধানীতে হঠাৎ ঝড় বৃষ্টিতে গতকাল সড়কগুলোতে জলাবদ্ধতায় নগরবাসী চরম ভোগান্তিতে পড়ে। ছবিটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে তোলা —বাংলাদেশ প্রতিদিন

রাজধানী ও এর আশপাশের জেলার ওপর দিয়ে গতকাল বিকালে কালবৈশাখীসহ ঝড়ো হাওয়া বয়ে গেছে। এর প্রভাবে সদরঘাটসহ দেশের উত্তর, মধ্যাঞ্চলের নৌবন্দরগুলোকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তাল হয়ে আছে দেশের নদ-নদীগুলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৌবন্দরগুলো থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। দেশের অন্যান্য এলাকার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো

হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৬ মিলি মিটার। আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে—সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩ দশমিক ৪ ডিগ্রি, সর্বনিম্ন ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৭ এবং সর্বনিম্ন চুয়াডাঙ্গায় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর