বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

এফবিসিসিআই নির্বাচনে আতঙ্কে প্রার্থীরা

রুহুল আমিন রাসেল

এফবিসিসিআই নির্বাচনে আতঙ্কে প্রার্থীরা

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) নির্বাচনে এখন আতঙ্কে ঘুম হারাম অনেক পরিচালক প্রার্থীর। আজ সভাপতি পদে সরকার সমর্থিত একমাত্র প্রার্থী সফিউল ইসলাম মহিউদ্দিন তার পরিচালক প্রার্থীদের প্যানেল ঘোষণা করবেন। মূলত এই প্যানেলে যেসব প্রার্থী জায়গা পাচ্ছেন না, তারাই আতঙ্কে আছেন। নবীন-প্রবীণ প্রার্থীরা আলাপকালে আশঙ্কা প্রকাশ করে বলেন, অতীতের মতো প্রার্থিতা প্রত্যাহার করতে অনেককে ভয়ভীতি দেখানো বা বিভিন্ন চাপ প্রয়োগ করা হবে। আজ বিকালে রাজধানীর পূর্বাণী হোটেলে সংবাদ সম্মেলন করে সফিউল ইসলাম মহিউদ্দিনের প্যানেল ঘোষণা করবেন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তার সঙ্গে ১৭ এপ্রিল অনেকটা নাটকীয় সমঝোতা করেন মহিউদ্দিন। জানা গেছে, এর আগে এফবিসিসিআইর সাবেক সভাপতিরা চেষ্টা করে আসছিলেন সমঝোতার ভিত্তিতে একটি প্যানেল করার। সেই প্রয়াস ১৫ এপ্রিল রাতে ভেস্তে যায়। পরদিন ১৬ এপ্রিল গুলশান ক্লাবে ব্যবসায়ী ঐক্য জোটের ব্যানারে পৃথক  প্যানেল দেওয়ার লক্ষ্যে শোডাউন করেন সালমানপন্থি ব্যবসায়ী নেতা এ কে এম সেলিম ওসমান এমপি, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ ও কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ আলী ও জসিম উদ্দিনের সমর্থকরা। এমন প্রেক্ষাপটে প্যানেল গোছাতে বেকায়দায় পড়েন মহিউদ্দিন। পরে ১৭ এপ্রিল সরকারের শীর্ষ মহলের নির্দেশে সালমানপন্থিদের সঙ্গে সমঝোতা করেন মহিউদ্দিন। এরপর সালমানপন্থি ব্যবসায়ী নেতারা গত দুই দিনে প্যানেল প্রার্থীদের তালিকা অনেকটা চূড়ান্ত করেছেন, যা আজ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ প্রসঙ্গে সালমান এফ রহমান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তিনি আজ প্যানেল ঘোষণা করবেন। প্যানেলের নাম কী হবে জানতে চাইলে তিনি বলেন, প্যানেলের নাম এখনো ঠিক হয়নি।

সফিউল ইসলাম মহিউদ্দিন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আজ আমার প্যানেল ঘোষণা করা হবে।’ প্যানেলে কারা আছেন এবং প্যানেলের নাম কী হবে, জানতে চাইলে তিনি তা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে মহিউদ্দিনের পক্ষে বিজিএমইএর জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা বিভিন্ন গণমাধ্যমে তার সংবাদ সম্মেলনে আমন্ত্রণের খুদেবার্তা (এসএমএস) পাঠিয়েছেন। ওই খুদেবার্তায় বলা হয়, আজ আনুষ্ঠানিকভাবে এফবিসিসিআই নির্বাচনে সভাপতি প্রার্থী সফিউল ইসলাম মহিউদ্দিন তার সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্যানেল ঘোষণা করবেন। প্রসঙ্গত, সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্রতিষ্ঠাতা হলেন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি এই প্যানেলের নামে সমর্থকদের নিয়ে একাধিকবার নির্বাচনও করেছেন। মূলত আনিসুল হকের সমর্থক এফবিবিসিআইর সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী সমর্থিত প্রার্থীদের নিয়েই সমঝোতায় বাদ সাধেন সালমানপন্থিরা। পরে গত দুই দিনের সমঝোতায় এফবিসিসিআইর বর্তমান সব পরিচালক সরকার সমর্থিত প্যানেলে জায়গা পাবেন বলে সিদ্ধান্ত হয়। তাদের সঙ্গে থাকবেন নতুনরাও। তথ্যমতে, এবারের নির্বাচনে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮ জন করে মোট ৩৬ পরিচালক পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৭৭ জন। এর মধ্যে চেম্বার গ্রুপের ৩৫ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপের ৪২ জন প্রার্থী রয়েছেন। চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের ১২টি করে মোট ২৪টি পদের মনোনীত পরিচালক কোটায় মনোনয়নপত্র দাখিল করেছেন আরও ২৪ জন। এরা বিনা ভোটেই পরিচালক হবেন। সব মিলিয়ে ১০১ জন মনোনয়নপত্র দাখিল করলেও ১৪ মের নির্বাচনে ভোটের লড়াইয়ে থাকছেন ৭৭ জন ব্যবসায়ী। নির্বাচনে চেম্বার গ্রুপের ৩৫ জন প্রার্থী হলেন—বজলুর রহমান, ফাতেমা জহুরা আকতার, আনোয়ারা ফেরদৌসী পলি, শেখ ফজলে ফাহিম, দিলীপ কুমার আগারওয়ালা, খায়রুল হুদা চপল, চৌধুরী শফিকুল ইসলাম, মীর নাসির উদ্দিন, গাজী গোলাম আশরিয়া, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, মোনায়েম খান, আতাউর রহমান ভূঁইয়া, আবুল কাশেম আহমেদ, নাগিবুল ইসলাম দিপু, মাসুদ পারভেজ খান ইমরান, নিজাম উদ্দিন, মো. মাসুদ, এ কে এম শাহেদ রেজা, হাসিনা নেওয়াজ, আজিজুল হক, মাসুদুর রহমান মিলন, শেখ আবদুল হামিদ, কহিনুর ইসলাম, প্রবীর কুমার সাহা, মোহাম্মদ রিয়াদ আলী, শফিকুল ইসলাম খান, আনোয়ার সাদাত সরকার, রেজাউল করিম রেজনু, আবু সৈয়দ চৌধুরী, আনজুমান সালাউদ্দিন, প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম ডাবলু, তবারুকুল তোসাদ্দেক হোসাইন খান, এ কে এম ইসমাইল হক, বিজয় কুমার কেজরিওয়াল ও নজিবুর রহমান। অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপের ৪২ জন প্রার্থী হলেন—হাজী মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, আবুল আয়েস খান, ড. কাজী এরতেজা হাসান, আবু নাসের, হাফেজ হারুন, মুনতাকিম আশরাফ, কাজী শোয়েব রশীদ, রাশিদুল হোসাইন চৌধুরী রনি, মীর নিজাম উদ্দিন আহমেদ, হেলেনা জাহাঙ্গীর, আবু মোতালেব, শাফকাত হায়দার, শফিকুল ইসলাম ভরসা, আমজাদ হোসেন, শমী কায়সার, আবদুল হক, ওবায়দুর রহমান, খোন্দকার মনিউর রহমান জুয়েল, নিজাম উদ্দিন রাজেশ, আনোয়ার হোসেন, রব্বানী জব্বার, জালাল উদ্দিন, আমির উদ্দিন বিপু, ডা. মাহবুব হাফিজ, আলী জামান, এম জি আর নাসির মজুমদার, ইশাকুল হোসেন সুইট, জহিরুল ইসলাম, হাবিব উল্লাহ ডন, আমিন হেলালী, ফেরদৌস হুদা চৌধুরী, তাহের আহমেদ সিদ্দিকী, মোহাম্মদ উল্লাহ পলাশ, এস এম জাহাঙ্গীর হোসাইন, জালাল উদ্দিন, এনায়েত হোসেন চৌধুরী, মিজানুর রহমান বাবুল, শফিকুর রহমান ভূঁইয়া, জামাল উদ্দিন, গিয়াস উদ্দিন চৌধুরী খোকন, খোন্দকার রুহুল আমিন ও মনজুর আহমেদ।

সর্বশেষ খবর