বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

মার্কিন সেই ‘ফেসবুক খুনির’ আত্মহত্যা

প্রতিদিন ডেস্ক

তিনি এক বৃদ্ধকে হত্যা করেন। এ হত্যাকাণ্ড ভিডিও করেন। পরে সেই ভিডিও ফেসবুকে পোস্ট করেন। যা তোলপাড় করে দেয় গোটা যুক্তরাষ্ট্রকে। সেই খুনিকে আটক করতে হন্যে হয়ে খোঁজা শুরু করে পুলিশ। আতঙ্ক ছড়ানো যুক্তরাষ্ট্রের আলোচিত সেই ‘ফেসবুক খুনি’ অবশেষে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার পুলিশের ধাওয়ার মধ্যে পড়ার কিছুক্ষণের মধ্যেই তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

রবিবার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে প্রকাশ্য দিবালোকে ৭৪ বছর বয়সী রবার্ট গডুইনকে গুলি করে হত্যার পর থেকে পলাতক ছিল ৩৭ বছর বয়সী স্টিভ স্টিফেন্স। সে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে পুলিশের ধারণা। ফেসবুকে পোস্ট করা আরেকটি ভিডিওতে স্টিফেন্স জানিয়েছিলেন, এ পর্যন্ত ১৩ জনকে খুন করেছে সে এবং আরও খুন করতে চায়। তার এই পোস্টের পর ওহাইও, ইন্ডিয়ানা, মিশিগান, নিউইয়র্ক ও পেনসিলভ্যানিয়া, যুক্তরাষ্ট্রের এ পাঁচটি অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়। পাঁচ অঙ্গরাজ্যের পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। রবিবার বিকালে শেষবারের মতো তার মোবাইল ফোনের সিগন্যাল ট্র্যাক করা হয়, সে সময় সে পেনসিলভ্যানিয়ার ইরি এলাকায় ছিল। সোমবার ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়ামস এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, স্টিফেন্সের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আছে এবং সে সশস্ত্র অবস্থায় আছে। ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়ামস বলেন, ‘তিনি একটি গাড়িতে ছিলেন। পুলিশ ধাওয়া করে তার গাড়িটি থামায়। কর্মকর্তা তার গাড়ির দিকে এগোনোর সময় স্টিভ স্টিফেন্স আত্মহত্যা করেন।’ এএফপি, বিবিসি

সর্বশেষ খবর