বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
রাজনীতি

কোন্দল নিরসনে জেলা নেতাদের ঢাকায় তলব

আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভায় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল আওয়ামী লীগের অভ্যন্তীণ কোন্দল নিরসনে উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চলতি মাসেই চার জেলার নেতাদের ঢাকায় ডাকা হচ্ছে। গতকাল বিকাল ৪টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল নেতাদের ঢাকায় ডাকা ছাড়াও জেলা সফরে যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিভিন্ন জেলায় আমাদের অভ্যন্তরীণ সমস্যা আছে, বৈঠকে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কোন্দল নিরসনে জেলা নেতাদের ঢাকায় ডেকে কথা বলা হচ্ছে। একই সঙ্গে হাওরাঞ্চলে পানিতে ক্ষতিগ্রস্তদের দেখতে আওয়ামী লীগের প্রতিনিধি যাচ্ছেন আজ।’ বৈঠকসূত্রে জানা গেছে, ২৩ এপ্রিল চুয়াডাঙ্গা, ২৪ এপ্রিল যশোর, ২৫ এপ্রিল সাতক্ষীরা, ২৭ এপ্রিল নীলফামারী জেলার নেতাদের ঢাকায় ডেকেছেন আওয়ামী লীগের হাইকমান্ড। ওইসব দিনে জেলা-উপজেলার শীর্ষ নেতা ছাড়াও দলীয় এমপিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এ ছাড়া দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনের উদ্দেশ্যে ২২-২৯ এপ্রিল এবং ৬ মে চট্টগ্রামে প্রতিনিধি সভা করার সিদ্ধান্ত নিয়েছে দলটির নীতিনির্ধারক ফোরাম। পর্যায়ক্রমে দেশের অন্য জেলার নেতাদের নিয়ে বৈঠক করে কোন্দল নিরসন করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মাহবুব-উল আলম হানিফ, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হাছান মাহমুদ প্রমুখ। সূত্র জানায়, বৈঠকে সাত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তাদের রিপোর্ট জমা দেন ওবায়দুল কাদেরের কাছে। এতে প্রায় ২০টি জেলার সাংগঠনিক অবস্থা চরম খারাপ বলে জানা গেছে।

নিজেদের অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। একই সঙ্গে যেসব উপজেলায় দীর্ঘদিন দলের সম্মেলন হয় না সেগুলোয় দ্রুততম সময়ের মধ্যে সম্মেলনের তাগাদা দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। এখনই নিরসনে উদ্যোগ না নিলে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মতোই অবস্থা হবে। সে কারণে বিরোধপূর্ণ জেলা-উপজেলার শীর্ষ নেতাদের ঢাকায় ডেকে কথা বলার পাশাপাশি দলীয় এমপিদেরও ডাকা হয়েছে। অধিকাংশ জায়গাতেই এমপির সঙ্গে নেতাদের সম্পর্ক ভালো নয়।

সর্বশেষ খবর