শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শিল্পকলায় কবিগুরুর দুই নাটক

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় কবিগুরুর দুই নাটক

কবিগুরুর দুটি গল্প নিয়ে শিল্পকলা একাডেমির দুই হলে দুটি নাটক মঞ্চায়ন হলো। এর মধ্যে একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় স্বরবীথি থিয়েটার প্রযোজিত নাটক ‘শাস্তি’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় বঙ্গলোক প্রযোজিত নাটক ‘মর্তের অরসিক’। কবিগুরুর ছোট গল্প ‘শাস্তি’ অবলম্বনে বিন্যাস্ত হয়েছে স্বরবীথি থিয়েটারের ‘শাস্তি’ নাটকের কাহিনী ও রবিঠাকুরের ‘অরসিকের স্বর্ণপ্রাপ্তি’ অবলম্বনে বিন্যাস্ত হয়েছে ‘মর্তের অরসিক’ নাটকটির কাহিনী।

‘শাস্তি’ ও ‘মর্তের অরসিক’ নাটক দুটির নির্দেশনায় ছিলেন যথাক্রমে শওকত হাসান ও শামীমা শওকত লাভলী। ‘শাস্তি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিজানুর রহমান, শওকত হাসান, পূর্ণিমা সরকার, পাপিয়া সুলতানা, সালমান হায়দার প্রমুখ। অন্যদিকে ‘মর্তের অরসিক’ নাটকটিতে অভিনয় করেছেন শামীমা শওকত লাভলী, রবিন বসাক, তানভীর হোসেন সামদানী, রাজীব রাজ, সিনথিয়া রহমান, শীষ প্রমুখ।

সর্বশেষ খবর