শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কৃষ্ণা কাবেরী হত্যা মামলার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

কলেজ শিক্ষক কৃষ্ণা কাবেরী হত্যা মামলায় একমাত্র আসামি এম জহিরুল ইসলাম পলাশের বিচার শুরু হয়েছে। গতকাল ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২৫ মে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া জানান, শুনানির জন্য আসামি পলাশকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অভিযোগ পড়ে শুনিয়ে তার কাছে জানতে চাওয়া হয় তিনি দোষী না নির্দোষ। এ সময় পলাশ নিজেকে নির্দোষ দাবি করেন। পরে বিচারক তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। ২০১৫ সালের ৩০ মার্চ রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের ভাড়া বাসায় হামলায় মারাত্মক আহত ও দগ্ধ হয়ে পরদিন হাসপাতালে মারা যান আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক কৃষ্ণা কাবেরী মণ্ডল। তার স্বামী সীতাংশু শেখর বিশ্বাস বিআরটিএর প্রকৌশল বিভাগের উপ-পরিচালক ছিলেন। ঘটনার পর তার বড় ভাই সুধাংশু শেখর বিশ্বাস গুলশানের ব্রোকারেজ হাউস হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের ব্যবস্থাপক জহিরুল ইসলাম পলাশকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। ২০১৬ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন।

সর্বশেষ খবর