শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
কোরীয় নাগরিক হত্যা

একমাত্র আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় এক কোরীয় রেস্তোরাঁ মালিকের স্ত্রীকে হত্যার দায়ে ওই রেস্তরাঁর কর্মী মানিক সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। মামলার একমাত্র আসামি মানিককে যাবজ্জীবন সাজার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রায়ের সময় কাঠগড়ায় ছিলেন ৩২ বছর বয়সী মানিক। তিনি সাজার আদেশ শুনে কান্নায় ভেঙে পড়েন। মামলার বিবরণে জানা যায়, নিহত রো জং শিয়ন ছিলেন গুলশানের আরি রাং  রেস্তরাঁর মালিক পার্ক জ্যাং শিয়নের স্ত্রী। মানিক ছিলেন রেস্তরাঁর ক্লিনার।  বেতন নিয়ে বিরোধের জেরে ২০১১ সালের ৯ নভেম্বর মানিক সরকার ধারালো চাকু দিয়ে ৬৯ বছর বয়সী রো জং শিয়নের ঘাড় ও গলায় আঘাত করেন। আহত রো জং শিয়নকে প্রথমে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তির পরে  দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। ১৭ নভেম্বর সেখানে তার মৃত্যু হয়। ওই ঘটনায় ৯ নভেম্বর গুলশান থানায় মামলা করেন পার্ক জ্যাং শিয়ন। ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ পরিদর্শক নূরে আলম মিয়া।

সর্বশেষ খবর