শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আফগানিস্তানে মার্কিন বোমায় নিহত একাধিক বাংলাদেশিও

প্রতিদিন ডেস্ক

গত সপ্তাহে আফগানিস্তানে আইএস জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ‘মা বোমা’ হামলায় নিহতদের মধ্যে একাধিক বাংলাদেশি নাগরিক রয়েছেন। জার্মান সংবাদমাধ্যম ডিপিএ ইন্টারন্যাশনাল ডয়চে ভেলে ও আফগানিস্তানের রেডিও আজাদি এ খবর জানিয়েছে। গত ১৮ এপ্রিল আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র  মোহাম্মদ রাদমানিশ বলেন, ‘হামলায় নিহতের মধ্যে বেশির ভাগই পাকিস্তান, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের নাগরিক।’ তবে কোন দেশের কতজন আছে তা নিশ্চিত করা হয়নি।

খবরে বলা হয়, নিহতদের মধ্যে ভারত, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশের নাগরিক রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন ও আফগান কর্মকর্তারা জানান, গত ১৩ এপ্রিল আফগানিস্তানে আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে জিবিইউ-৪৩ নামের শক্তিশালী বোমা হামলা চালানো হয়। এই বোমাকে ‘মাদার অব অলস বম্বস’ মনে করা হয়। পারমাণবিক বোমার পর এটিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা। এতে আইএসের ৯৬ জন নিহত হয়। এদের মধ্যে জঙ্গি সংগঠনটির গুরুত্বপূর্ণ চার নেতাও ছিলেন।

খবরে আরও বলা হয়, হামলায় ৩০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গপথ, হালকা ও ভারী অস্ত্র-গোলার বিশাল ভাণ্ডার ধ্বংস করা হয়।

সর্বশেষ খবর