রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ছাত্রলীগ নেতার হামলায় ১২ জন গুলিবিদ্ধ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলার গঙ্গানগর বাজারে গতকাল সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১২ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকার তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথুন ঢালীর বিরুদ্ধে ওই ১২ জনকে গুলি করার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে ১১ জনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাজিরার জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজী ও তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথুন ঢালীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ সবাই মিন্টু কাজীর সমর্থক। জাজিরা থানা ও স্থানীয় সূত্র জানায়, তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথুন ঢালীর বাড়ি জাজিরা উপজেলার মুলনা এলাকায়। পাশের জয়নগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজীর সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের বিরোধ রয়েছে। কয়েক দিন ধরে স্থানীয় গঙ্গানগর বাজার দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মিথুন ঢালীর সমর্থকরা গঙ্গানগর বাজারে প্রবেশ করে আমিনুল ইসলাম মিন্টু কাজীর সমর্থকদের মারধর করতে থাকে। তখন দুই পক্ষে ধাওয়া-পল্টা ধাওয়া চলে। এ সময় মিথুন ঢালী তার সমর্থকদের নিয়ে গুলি ছুড়তে থাকেন। এ ঘটনায় মিন্টু কাজীর পক্ষের ১২ জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে শাহানাজ কাজী (৪৫), মান্নান কাজী (৬০), সোহরাব কাজী (৫৫), রাজু আহম্মেদ কাজী (৩৫), ফারুক সরদার (২৬), খালেক সিকদার (৪৫), রাজন কাজী (৩০), সোহাগ মুন্সী (২২), সজীব কাজী (১৬) ও সাঈদ কাজীকে (৫০) জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় গুলিবিদ্ধ দীপু কাজীকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হাসান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘গঙ্গানগর বাজার এলাকায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি এখন শান্ত আছে। কয়েকজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এখনো কোনো পক্ষ মামলা করেনি।’

সর্বশেষ খবর