রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
প্রকৃতি

মা হচ্ছে জিরাফ ক্লিওপেট্রা

মোস্তফা কাজল

মা হচ্ছে জিরাফ ক্লিওপেট্রা

মা হচ্ছে রাজধানীর জাতীয় চিড়িয়াখানার জিরাফ পরিবারের সদস্য ক্লিওপেট্রা। জিরাফ পরিবারে নতুন অতিথির আগমনের খবরে পুরো চিড়িয়াখানায় বিরাজ করছে খুশির পরিবেশ। জিরাফ শিশুকে বরণ করতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। পরিবর্তন আনা হয়েছে মা জিরাফের খাবারের মেন্যুতে। এখন প্রতিদিন তাকে দেওয়া হচ্ছে এক হালি কলা, ৫০০ গ্রাম সিদ্ধ ছোলা, ১৫ কেজি সবুজ ঘাস। ৫ কেজি গমের ভুসি। আরও দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন। একজন ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে দুজন লোকবল সার্বক্ষণিক পরিচর্যার জন্য রাখা হয়েছে। ক্লিওপেট্রা নামের এই জিরাফটির আগামী সপ্তাহে প্রসব করার কথা।

গতকাল দেখা যায়, শেডের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাঁটাহাঁটি করছে জিরাফটি। নানা ভঙ্গিমায় নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. এস এম নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ১৫ মাস গর্ভধারণের পর বাচ্চার জন্ম হয়। চিড়িয়াখানায় আবদ্ধ অবস্থায় জিরাফের বাচ্চা জন্ম দেওয়া বেশ বিরল ঘটনা। এ কারণে প্রাণিজগতের ইতিহাসে স্থান করে নিতে যাচ্ছে ঢাকার জাতীয় চিড়িয়াখানা। গর্ভধারণের কারণে মা জিরাফ আনন্দ-ফুর্তিতে কিছুটা মেতে আছে। এ চিড়িয়াখানা এখন প্রাণিসম্পদ রক্ষায় পারদর্শী। জিরাফ ক্লিওপেট্রা ভালো আছে। চিড়িয়াখানা সূত্র জানায়, কেন্দ্রীয় প্রাণী হাসপাতালের একজন চিকিৎসক দিনে দুবার করে জিরাফটির দেখভাল করছেন। সে সুস্থ আছে। স্বাভাবিক খাবার মন ভরে খাচ্ছে। জানতে চাইলে চিড়িয়াখানার কিউরেটর আরও বলেন, জিরাফের জন্য কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বাচ্চা হওয়ার পর জিরাফটিকে আলাদা বেষ্টনীতে রাখা হবে। সে আয়োজনও চূড়ান্ত করা হয়েছে।

সর্বশেষ খবর