রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হাওরের পানিতে ইউরেনিয়ামের উপস্থিতি ‘প্রপাগান্ডা’

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে সাম্প্রতি বিভিন্ন হাওর ও নদীতে মাছ মরে ভেসে ওঠার ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে এসে ঢাবির একটি প্রতিনিধি দল দাবি করেছে, পানিতে ইউরেনিয়ামের উপস্থিতির বিষয়টি স্রেফ একটা প্রপাগান্ডা।

হাওরের পানি পরীক্ষার পর ঢাবির উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজমল হোসেন ভূঁইয়া বলেন, পানিতে ইউরেনিয়ামের উপস্থিতির বিষয়টি প্রপাগান্ডা হতে পারে। এটার কোনো ভিত্তি আমরা এখানে পাইনি। ইউরেনিয়াম এখানকার পানিতে কোনো সোর্স থেকে এসেছে বা আসবে সেটা আসলে প্রশ্ন সাপেক্ষ। তিনি বলেন, ধানখেতে ব্যবহৃত সার ও কীটনাশকের প্রতিক্রিয়ায় হাওরের পানিতে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়েছে।

গতকাল হাওরের পানি পরীক্ষা-নিরীক্ষা করতে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক মনিরুজ্জামান। গতকাল সকাল সুনামগঞ্জ সদর উপজেলার জাওয়ার হাওরের পানি দূষিত পানির নমুনা সংগ্রহ করেন তারা। পরে রামসার সাইটখ্যাত তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে গিয়ে পানির নমুনা সংগ্রহ করা হয়। প্রসঙ্গত, সুনামগঞ্জে চলতি মৌসুমে বিস্তীর্ণ হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ার কয়েকদিন পর হাওরগুলো মাছ মরে ভেসে উঠতে শুরু করে। পরে কোনো কোনো হাওরে হাঁস মরারও খবর পাওয়া যায়।

সর্বশেষ খবর