মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হাওরে কৃষকদের বিনা সুদে ঋণ ও সার্টিফিকেট মামলা স্থগিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দেশের হাওর এলাকায় আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামে সব ধরনের সার্টিফিকেট মামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে বিনা সুদে ঋণ দিতেও ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল দেশের সব তফসিলি ব্যাংককে এ নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলে ও ভারী বৃষ্টিপাতে ধানসহ কৃষিজাত ফসল প্রায় সম্পূর্ণ ধ্বংস হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে হাওর এলাকায় বোরো ধান ও অন্যান্য ফসল তলিয়ে যাওয়ায় কৃষকদের মারাত্মক ক্ষতি হয়েছে। কাঁচাপাকা ধান পচে পানিদূষণে কয়েক কোটি টাকার মত্স্যসম্পদ ধ্বংস হয়েছে। কৃষকদের এ ক্ষতিপূরণের লক্ষ্যে ব্যাংকগুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করা হলো। বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় রোপা আমনসহ অন্যান্য ফসল ও মত্স্য খাতে চাহিদার নিরিখে রেয়াতি হার সুদে ঋণ বিতরণ করতে হবে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কোনো কৃষি ঋণ আদায় করা যাবে না। এসব ঋণের ক্ষেত্রে কোনো ধরনের ডাউন পেমেন্ট রাখারও প্রয়োজন নেই। খেলাপি কৃষি ঋণে সার্টিফিকেট মামলা স্থগিত করে সোলেনামার মাধ্যমে মামলার নিষ্পত্তি করতে হবে। বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকরা যথাসময় নতুন ঋণ পেতে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ছকে ২৫ জুনের মধ্যে এ কার্যক্রমের বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয়েছে নির্দেশনায়।

জানা গেছে, সম্প্রতি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়াসহ হাওর বেষ্টিত এলাকায় বন্যায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে এসব এলাকায় প্রায় ২০ হাজারের বেশি কৃষকের নামে সার্টিফিকেট মামলা আছে। গত বছরই নতুন করে খেলাপি হওয়ায় পাঁচ হাজার থেকে ২০ হাজার টাকার জন্য কয়েক হাজার মামলা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এসব মামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ পদক্ষেপ নিয়েছে। ঋণ পেতে কোনো কৃষক হয়রানির শিকার হলে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

সর্বশেষ খবর