বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সায়েম সোবহান আনভীরকে সংবর্ধনা

দাদাসাহেব ফালকে সম্মাননা অর্জন

নিজস্ব প্রতিবেদক

সায়েম সোবহান আনভীরকে সংবর্ধনা

দাদাসাহেব ফালকে সম্মাননা অর্জন করায় ইস্ট ওয়েস্ট মিডিয়া ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বাংলাদেশ প্রতিদিন পরিবার —বাংলাদেশ প্রতিদিন

ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭’-এ ভূষিত দেশের শীর্ষ মিডিয়া ও শিল্পোদ্যোক্তা বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে সংবর্ধনা জানিয়েছেন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও মিডিয়া কর্মীরা। সংবর্ধনার জবাবে তিনি বলেছেন, ‘এ অর্জন আমার নয়, এ অর্জন বাংলাদেশের, ইস্ট ওয়েস্ট মিডিয়ারও। তাই ইস্ট ওয়েস্ট মিডিয়ার সঙ্গে যারা আছেন, তাদের ধন্যবাদ জানাই।’

গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ  লিমিটেডের কনফারেন্স রুমে সায়েম সোবহান আনভীরকে এই ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশের মিডিয়ার সহযাত্রী হয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ এগিয়ে চলছে। এ পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব অনেক বাড়ল।’

এর আগে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও সংবাদভিত্তিক টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা—সিইও নঈম নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের গণমাধ্যম উপদেষ্টা আবু তৈয়ব, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খোরশেদ সূচি, সিএনই শাহনাজ মুন্নী, হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান, বাংলানিউজ টোয়েন্টিফোরডটকমের কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার, ডেইলি সানের নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান, রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক মেহেদি মালেক সজিব প্রমুখ।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, ‘বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ভারতের দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, এটা আমাদের সবচেয়ে বড় সাফল্য ও অর্জন। যে অর্জনের মধ্য দিয়ে শুধু বাংলাদেশই নয়, এই উপমহাদেশে একটা বড় সফলতা বয়ে এনেছেন আমাদের ব্যবস্থাপনা পরিচালক। তিনি এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মিডিয়াতে প্রশংসিত পুরস্কারটি পেয়েছেন। এ পুরস্কার দুই বাংলা মিলিয়েও একটা বড় ধরনের অর্জন। এই অর্জনের জন্য ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষ থেকে তাকে অভিনন্দন।’

ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী বলেন, ‘ভারতে দাদাসাহেব ফালকে পুরস্কার অত্যন্ত সম্মানিত। মিডিয়া জগতের লোকজন তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকেন জীবনে কোনো দিন এই পুরস্কার পাবেন কিনা। আমাদের ব্যবস্থাপনা পরিচালক এই পুরস্কার পাওয়ায় আমরা আবেগাপ্লুত। বিগত ৪৫ বছরে প্রথম এই পুরস্কার বাংলাদেশে কেউ পেয়েছেন। এটা বিশাল মাইলফলক।’

বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের বলেন, ‘সাউথ কোরিয়ায় একটা উক্তি আছে— যখন কেউ বড় সাফল্য অর্জন করেন, তখন তারা সম্মিলিতভাবে একটা আওয়াজ করেন। সে আওয়াজটা হলো— মনজেই। এর অর্থ হলো, হাজার বছর বেঁচে থাকুন। আমরাও চাই, আপনি হাজার বছর বাঁচুন।’

কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘এই পুরস্কারপ্রাপ্তি বাংলাদেশেরই একটা বড় অর্জন। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মতো বড় গ্রুপ দক্ষিণ এশিয়ায় আর নেই। এই গ্রুপের জন্য এত বড় অর্জন আমাদের ব্যবস্থাপনা পরিচালক এনেছেন। তিনি আমাদের সম্মানিত করেছেন। পুরো বাংলাদেশকে সম্মানিত করেছেন।’ নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খোরশেদ সূচি বলেন, ‘দাদাসাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের জনক। তার নামের এই পুরস্কার আমাদের জন্য অত্যন্ত সম্মানের।’ নিউজ টোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান বলেন, ‘আমরাও চলচ্চিত্র করতে যাচ্ছি। আশা করি আপনি চলচ্চিত্রের জন্য কিছু করবেন।’

বাংলানিউজ টোয়েন্টিফোরডটকমের কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার বলেন, ‘আমাদের দেশে আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার ঘটনা খুবই কম। সেখানে আমাদের ব্যবস্থাপনা পরিচালক এই পুরস্কার পাওয়া আনন্দের। এটা অনেক উঁচুমানের একটা পুরস্কার। এ পুরস্কার সমস্ত জাতি পেয়েছে বলে আমি মনে করি।’ রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক মেহেদি মালেক সজিব বলেন, ‘অভিনন্দন আমাদের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে। এই পুরস্কার আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক সহায়তা করবে।’ ডেইলি সানের নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান বলেন, ‘এই সম্মানের অংশীদার হতে পেরে আমরা গর্বিত।’ এর আগে সায়েম সোবহান আনভীরকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খোরশেদ সূচি, বাংলানিউজ টোয়েন্টিফোরডটকমের কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার, রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক মেহেদি মালেক সজিবসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক মাহমুদ হাসান, বার্তা সম্পাদক কামাল মাহমুদ ও লুত্ফর রহমান হিমেল এবং প্রধান প্রতিবেদক মন্জুরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ভারতের মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭’-এ ভূষিত হয়েছেন। গণমাধ্যম ও সমাজসেবা শাখায় প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করেছেন। মুম্বাইয়ের সেইন্ট এন্ড্রুস কলেজ অডিটোরিয়ামে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সায়েম সোবহানের হাতে এই পুরস্কার তুলে দেন ভারতের প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার।

সর্বশেষ খবর